Monkey Fever: কর্ণাটকে মাঙ্কি ফিভারের প্রাদুর্ভাব, মৃত তরুণী-সহ দুই, সতর্কতা কেরলেও

দি বেঙ্গলি নিউজরুম: গোটা কর্ণাটক জুড়ে ছড়িয়ে পড়েছে মাঙ্কি ফিভার বা কায়াসানুর ফরেস্ট ডিজিজ। সম্প্রতি এই রোগের প্রাদুর্ভাবের জেরে কেরলের ওয়েনাড জেলায় সতর্কবার্তা জারি করেছে স্বাস্থ্যদফতর। জানুয়ারির এক তারিখ থেকে কর্ণাটকে ৪৯জনকে মাঙ্কি ফিভারে আক্রান্তের কথা জানা গিয়েছে। জেলার মেডিকেল অফিসার পি দীনেশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কর্ণাটকে রোগের প্রাদুর্ভাব বাড়ায় সীমান্ত ঘেঁষা কেরলে জেলার মানুষকে সতর্ক থাকার বার্তা দিয়েছে প্রশাসন। কর্ণাটকে দুজনের মৃত্যুর খবর জানা গিয়েছে। কর্ণাটকে মৃতদের একজন ৭৯জন ও অন্যজন ১৮ বছর বয়সি এক তরুণী। ফিভার একটি ভাইরাল হেমোরোজিক ফিভার। এর কারণ ফ্লাভিভাইরাস জেনাস বলে জানা গিয়েছে। সংক্রমিত পোকার কামড়ে এই রোগ হয়। জঙ্গলে যেখানে বানর,লাঙ্গুর ও বুনো পশুদের দ্বারা সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে প্রধানত লাঙ্গুর থেকে এই রোগের সম্ভাবনা প্রবল বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে বানররা যে খাবার খায়, সেখান থেকে সংক্রমণ ঘটে থাকে। হেমাফিসালিস জেনাস থেকে সংক্রমণ ঘটে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!