Saraswati Idol Controversy: সরস্বতী মূর্তিকে “অশালীন” পোশাক পরানো নিয়ে ধুন্ধুমার ত্রিপুরার সরকারি কলেজে

দি বেঙ্গলি নিউজরুম: চিরাচরিত শাড়ি না পরিয়ে সরস্বতী পুজোর করার অভিযোগে প্রতিবাদ-বিক্ষোভে তুলকালাম কাণ্ড ঘটল ত্রিপুরার সরকারি কলেজে। প্রতিবাদ কলেজে অশান্তির ফলে পণ্ড হল পুজো। বিক্ষোভ দেখালেন এবিভিপির সমর্থকরা। তারপরই সামিল হলেন বজরং দলের সমর্থকরা। পড়ুয়াদের তৈরি করা সরস্বতী মূর্তিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সূত্রপাত হয় অশান্তির। মূর্তিটিতে কেন চিরাচরিত শাড়ি পরানো হয়নি, এমন প্রশ্ন তুলে বিক্ষোভে ফেটে পড়ে গেরুয়া দলের ছাত্র সংগঠন। মূর্তিটিতে চিরাচরিত শাড়ি না পরানোয় তা অশালীনতা প্রশ্রয় দেওয়া হয়েছে, এনিয়ে উদ্বেগ জানিয়ে প্রতিবাদে নামে এবিভিপি সদস্যরা। পরে তা যোগ দেন বজরং দলের সদস্য-সমর্থকরা। ত্রিপুরার এবিভিপি ইউনিটের সাধারণ সম্পাদক দিবাকর আচার্যের নেতৃত্বে প্রতিবাদ-বিক্ষোভে সামিল হন গেরুয়া দলের ছাত্র সংগঠনের সদস্য-সমর্থকরা। তাঁর মতে, দেবী সরস্বতী সম্পর্কে বিভ্রান্তিমূলক উপস্থাপনা করা হয়েছে। প্রতিবাদকারীদের চাপে মূর্তিটিকে মণ্ডপের পেছনে প্লাস্টিকের চাদর দিয়ে ঢেকে রাখতে বাধ্য হয় কলেজ কর্তৃপক্ষ। এবিভিপি এই ঘটনায় মুখ্যমন্ত্রী মানিক সাহার হস্তক্ষেপের অনুরোধ জানান। একইসঙ্গে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। অন্যদিকে কলেক কর্তৃপক্ষ জানিয়েছে হিন্দু মন্দিরে চিরাচরিত ভাস্কর্য অনুসরণ করে মূর্তিটি তৈরি করা হয়েছে। কোনওভাবেই ধর্মীয় আবেগে আঘাত করার উদ্দেশ্য তাদের ছিল না। অশান্তির খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থলে ঘুরে গেলেও এবিভিপি বা কলেজ কর্তৃপক্ষের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!