Indian Couple Dead In USA: ক্যালিফোর্নিয়ায় নিজেদের ম্যানসনে স্ত্রী, যমজ সন্তান-সহ ভারতীয় বংশোদ্ভূতের দেহ উদ্ধার, খুন না আত্মহত্যা, ধন্দে পুলিশ
দি বেঙ্গলি নিউজরুম: মর্মান্তিক! ক্যালিফোর্নিয়ায় নিজেদের বিলাসবহুল ম্যানসনে মৃত অবস্থায় দেখা মিলল ভারতীয় বংশোদ্ভূত এক প্রবাসী ভারতীয়, তাঁর স্ত্রী এবং চার বছরের দুই যমজ সন্তানের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তাদের ধারণা, এটি খুন-আত্মহত্যার ঘটনা হতে পারে। তাঁদের যে বিলাসবহুল ম্যানসনে ওই ভারতীয় বংশোদ্ভূত, তাঁর স্ত্রী ও যমজ সন্তানদের দেহ পাওয়া গিয়েছে, সেই ম্যানসনটির দাম ২.১ মিলিয়ন মার্কিন ডলার। এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মৃত বেয়াল্লিশ বছরের ভারতীয় বংশোদ্ভূতের নাম আনন্দ সুজিত হেনরি, স্ত্রীর নাম অ্যালিস প্রিয়াঙ্কা ও তাঁদের চার বছরের দুই যমজ সন্তান নোয়া এবং নেইথান। মঙ্গলবার সকালে শিশু সন্তানরা কেমন আছে, সে ব্যাপারে রুটিন দেখাশোনা করার সময় ভারতীয় বংশোদ্ভূত ও তাঁর স্ত্রী এবং যমজ সন্তানদের মৃত অবস্থায় ম্যানসনে পড়ে থাকতে দেখে। সান মাতেও পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে বেডরুমে যমজ দুটি শিশুকে মরে পড়ে থাকতে দেখা যায়। বাথরুমের ভেতর স্বামী-স্ত্রীর দেহ গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায়।
গত ন বছর ধরে কেরলের এই দম্পতি আমেরিকায় বাস করছিলেন। দু বছর আগে তাঁরা নিউ জার্সি থেকে ম্যানসন কিনে সান মাতেওয় চলে আসেন। মেটা- গুগলে সফটওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের প্রাক্তন ম্যানেজার ছিলেন এবং অ্যালিস একজন সিনিয়র অ্যানালিস্টের কাজ করতেন। দুজন পেশাদার তথ্যপ্রযুক্তির পদস্থ কর্মী ছিলেন। বন্ধুত্বপূর্ণ,মিশুকে, কঠোর পরিশ্রমী এবং দায়িত্বশীল অভিভাবক হিসেবে পরিচিত ছিলেন দুজনে। চেনাজানাদের মধ্যে তাঁরা যথেষ্ট সুনামও অর্জন করেছিলেন।
আনন্দের লিঙ্কেডিনের প্রোফাইল থেকে জানা গিয়েছে গত বছর মেটা ছাড়ার পর তিনি নিজের আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স সংস্থা লোগিটস প্রতিষ্ঠা করেন। লোগিটস বিভিন্ন এন্টারপ্রাইজকে ব্যক্তিগতভাবে প্রশিক্ষণ দেওয়া ও নির্দিষ্ট বাণিজ্যিক প্রয়োজনের জন্য জেনারেটিভ এআই মডেলের পরিষেবা দিয়ে আসছিল। প্রযুক্তি শিল্পে তা নজরও কেড়েছিল যথেষ্ট। বর্তমানে লোগিটসের ওয়েবসাইটটি বন্ধ রয়েছে। মেটা ছেড়ে আসা ও নিজের সংস্থা তৈরির কারণও অস্পষ্ট বলে বিশেষ কিছু জানা যায়নি। আনন্দ দম্পতির বিবাহিত জীবনের ইতিহাস থেকে জানা গিয়েছে ২০১৬ সালের ডিসেম্বর মাসে আনন্দ তাঁর স্ত্রীর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করেন। তবে বিবাহ বিচ্ছেদের মামলা করলেও বিচ্ছেদ হয়নি। ঘটনাটির পুংখানুপুঙ্ক্ষ তদন্ত চালাচ্ছে পুলিশ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন