Modi Targets Congress: চল্লিশটি আসন নিয়ে মমতার চ্যালেঞ্জ, কংগ্রেসকে খোঁচা মোদীর
দি বেঙ্গলি নিউজরুম: মাস দুয়েকও বাকি নেই লোকসভা ভোটের। তার আগে বিজেপি ৩৭০টি আসন পাবে বলে সংসদে উচ্চস্বরে ঘোষণার পরেই কংগ্রেসকে নিশানা করতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটে কংগ্রেস কটি আসন পাবে, তা নিয়ে ছুড়ে দেওয়া চ্যালেঞ্জকে অস্ত্র করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত সপ্তাহে মমতা রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন লোকসভা ভোটে কংগ্রেস চল্লিশটি আসন পাবে কিনা,তা নিয়ে তাঁর যথেষ্ট সন্দেহ আছে। ইন্ডিয়া জোট শরিকদের সেই আকচা আকচিকে সামনে এনে বুধবার মোদী কংগ্রেসকে রীতিমতো শান্ত্বনার সুরে বলেন, প্রার্থনা করি তারা যেন চল্লিশটা আসন বাঁচিয়ে রাখতে পারে। রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের পর ধন্যবাদজ্ঞাপন ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, চ্যালেঞ্জটা এসেছে পশ্চিমবঙ্গ থেকেই। সেখান থেকেই বলা হয়েছে লোকসভা ভোটে কংগ্রেস চল্লিশটি আসন পায় কিনা, সন্দেহ। মোদীর ভাষণের সময় বিজেপির সাংসদেরা টেবিল চাপড়ে তাঁকে সমর্থন জানান। লোকসভা ভোটের আগে কংগ্রেস ও ইন্ডিয়া ব্লকের মধ্যে সম্পর্ক আসন রফার প্রশ্নে প্রায় ভাঙনের মুখে এসে দাঁড়িয়েছে। গত সপ্তাহে সেই তিক্ততার রেশের মধ্যেই কংগ্রেসের রাজনৈতিক ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে দেন মমতা।
গত ২০১৪ সালে কংগ্রেস মাত্র ৭২টি আসন পায়। অন্যদিকে ২০০৯ সালে তারা পেয়েছিল ২০৬টি আসন। মমতা এহেন চ্যালেঞ্জের পরেই রাহুল তড়িঘড়ি দাবি করেন আসন রফা নিয়ে আলোচনা চলছে। এদিকে তৃণমূল নেত্রীর সেদিনের মন্তব্যের জেরে ইন্ডিয়া ব্লকের সঙ্গে দূরত্ব তৈরি নিয়ে প্রশ্ন দেখা দেয়। সেই ক্ষতে প্রলেপ দিতে রাহুল জানান দু দলের মধ্যে সমঝোতার সম্ভাবনা এখনও সম্ভব। মমতা বা কংগ্রেস-কেউই জোট থেকে বেরিয়ে আসেনি। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস এখনও জোটে রয়েছে। পশ্চিমবঙ্গের ছটি জেলাজুড়ে রাহুলের ভারতজোড়ো ন্যায়যাত্রা নিয়ে কটাক্ষ করে মমতা মন্তব্য করেন রাহুলের পদযাত্রা পরিযায়ী পাখিদের জন্য শুধুমাত্র ছবি তোলার জন্যই এবং তা সংখ্যালঘু ভোট ভাগাভাগির চেষ্টা ছাড়া কিছু নয়। মমতা বলেন তিনি কংগ্রেসকে তিনশোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তারা তাঁর প্রস্তাব কানে নেয়নি। এখন তারা পশ্চিমবঙ্গে মুসলিম ভোট ঘাঁটাঘাঁটি করতে এসেছে। এখন কংগ্রেস তিনশোটি আসনে দাঁড়ালেও চল্লিশটি আসন পাবে কিনা, সন্দেহ রয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন