Delhi Crime Branch Notice To Delhi CM: তাদের দলে যোগ দিলে কোনও সমস্যা হবে না, বিজেপির "টোপ" নিয়ে বিস্ফোরক কেজরিওয়াল

দি বেঙ্গলি নিউজরুম: তাদের দলে যোগ দিলে কোনও সমস্যা আর হবে না। বিজেপি তাঁকে এমন অনুরোধ করেছিল। গেরুয়া শিবিরের বিরুদ্ধে তাঁর দলের বিধায়কদের ভাঙানো নিয়ে বিতর্কের মধ্যে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ বিজেপি তাঁদের দলের বিধায়ক ভাঙানোর চেষ্টা করছে বলে যে অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রী ও আপের মন্ত্রী অতিশি করেছেন, সে সম্পর্কে তথ্য চেয়ে নোটিস জারি করেছে। ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে তাঁরা যে বিবৃতি দিয়েছেন তা শাস্তিযোগ্য অপরাধের সামিল। তবে দিল্লির রোহিণীতে একটি স্কুল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির আক্রমণ প্রতিরোধের ইঙ্গিত দেন কেজরিওয়াল। তিনি স্পষ্টভাবে জানান, কোনওভাবেই বিজেপির চাপের কাছ মাথা নোয়াবেন না। আপের জাতীয় আহ্বায়ক জানান ওরা যা চায়, তাই তারা করতে পারে। কিন্তু তাদের চাপে তিনি কিছুতেই মাথা নীচু করবেন না। মোদী-শাহের দল তাঁকে বলেছে বিজেপিতে চলে আসুন। কোনওরকম সমস্যা হবে না। কিন্তু তা মোটেই হবে না। তিনি বিজেপিতে যোগ দেবেন না। তাঁর প্রশ্ন, তাঁরা এমনকী অপরাধ করেছেন যে তাঁদের ক্ষমা করার প্রয়োজন হবে? তিনি বলেন, তাঁরা স্কুল,হাসপাতাল, ক্লিনিক, রাস্তাঘাটের উন্নতি করার কাজ করে চলেছেন। তাতে কী ভুল রয়েছে। শনিবার ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা বিজেপি তাঁদের সাতজন বিধায়ককে ভাঙিয়ে নেওয়া নিয়ে যে দাবি করেছেন কেজরিওয়াল এবং অতিশি, সে ব্যাপারে তিন দিনের মধ্যে জবাবদিহি করতে নোটিস জারি করেছেন। জানুয়ারির সাতাশ তারিখে কেজরিওয়াল এবং অতিশি অভিযোগ করেন বিজেপি সাতজনকে পঁচিশ কোটি টাকার প্রস্তাব দিয়ে পরবর্তী বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ভাঙানোর চেষ্টা করছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!