Angry Central Minister: ভারত কি তাঁদের মা নয়? কেরলে ভারত মাতা কি জয় স্লোগান দিতে না চাওয়ায় কেন্দ্রীয়মন্ত্রীর কোপে মহিলা
দি বেঙ্গলি নিউজরুম: ভারত মাতার নামে স্লোগান দিন। রুদ্ধদ্বার বৈঠকে কেন্দ্রীয়মন্ত্রী মিনাক্ষী লেখি বারবার বলার পরেও কোনও সাড়া মেলেনি। আর তাতে বিরক্ত হয়ে কেন্দ্রীয়মন্ত্রী মাইক হাতে নিয়ে কিছুটা আক্রমণাত্মক ভঙ্গিতে জিজ্ঞেস করে উঠলেন ভারত কি তাঁদের মা নন। বারবার বলার পরে এক মহিলা বৈঠক ছেড়ে বেরিয়েও গেলেন। শুক্রবার ঘটনাটি ঘটেছে বামশাসিত কেরলে, যেখানে বৈঠকের আয়োজন করেছিল দক্ষিণ পন্থী একটি সংগঠন, সেখানে এমন ঘটনা ঘটে। ভারত মাতা কি জয় স্লোগান না দেওয়ায় বৈঠকে অংশগ্রহণকারীদের কড়া সমালোচনা করে মন্ত্রী।
বৈঠকে বক্তব্য রাখছিলেন মিনাক্ষী। বক্তৃতা শেষ করার মুখে তিনি সবাইকে ভারত মাতা কি জয় বলে স্লোগান দেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু কেউই তাঁর অনুরোধে সাড়া দেননি। যদিও মন্ত্রীর ধারণা ছিল সবাই ভারত মাতা কি জয় স্লোগান দেবেন। কিন্তু তা না ঘটায় ক্ষুব্ধ হয়ে শেষমেশ কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী প্রশ্ন ছুড়ে দেন ভারত কি তাঁদের মা নয়।
তারপরই বলেন ভারত কি শুধু তাঁর মা। বাকিদের কি মা নয়? বলুন এনিয়ে কারো মনে কোনও সংশয় আছে কিনা। কোনও সন্দেহ নেই? তাহলে তাঁদের সেই উৎসাহের প্রকাশ হওয়া দরকার। এরপরও ভারত মাতার নামে স্লোগান দেওয়ার কথা বললেও বাঁ দিকের আসনে বসে থাকা অংশগ্রহণকারীরা চুপ করে থাকেন। দর্শক আসনের দিকে এক মহিলাকে লক্ষ্য করে বলে ওঠেন, হলুদ শাড়ি পরা মহিলা একটু উঠে দাঁড়ান। অন্যদিকে তাকাবেন না। তিনি তাঁকেই বলছেন। তাঁর সোজাসুজি প্রশ্ন, ভারত কি তাঁ মা নয়? আপনার এমন মনোভাব কেন? এরপর আবারও ভারত মাতা কি জয় বলে স্লোগান দেন মন্ত্রী। এরপরও ওই মহিলাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর মন্ত্রী ক্ষুব্ধ হয়ে বলেন, তাঁর মনে হয় ওই মহিলার এখান থেকে সরে যাওয়া উচিত। সাফ জানান যাঁরা দেশের নাম নিয়ে গর্ব বোধ করেন না এবং ভারত সম্পর্কে বলতে গিয়ে অপ্রস্তুতবোধ করেন, তাঁদের এই বৈঠক ছেড়ে চলে যাওয়া বাঞ্ছনীয়। তাঁরা এই যুবকদের নিয়ে কনক্লেভের কোনওরকম অংশীদার নন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন