BJP On Mamata:মুখের ভাষা মিষ্টি হোক, মমতার ছবিতে মধু মাখিয়ে মিছিল বিজেপির যুবকর্মীদের!
দি বেঙ্গলি নিউজরুম: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অসম্মানজনক ভাষায় আক্রমণ করায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে মধু মাখিয়ে পাল্টা জবাব দিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। উদ্দেশ্য মমতার মুখের ভাষা মিষ্টতা এনে বার্তা দিতেই এমন পদক্ষেপ বলে বিজেপি সূত্রের খবর। অভিনব এই উদ্যোগ নেওয়া হয়েছে কলকাতায় গেরুয়া শিবিরের যুব সংগঠনের তরফে। বিজেপি কর্মীরা মিছিলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় নিয়ে বাংলা ভাষার সমৃদ্ধির কথা মনে করিয়ে দিতে চেয়েছেন। পাল্টা বিজেপিকে জবাব দিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপিকে আত্মসমীক্ষায় জোর দিতে বলে অভিযোগ করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বিজেপি নেতারা মমতার বিরুদ্ধে অনেক আপত্তিকর মন্তব্য করে থাকেন।
প্রসঙ্গত, বাংলাকে মনরেগার তহবিলের টাকা দেওয়া নিয়ে ধরনামঞ্চ থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ জানিয়েছে বিজেপি। বিজেপির যুবনেতা ইন্দ্রনীল খান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী মোদীজি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন, তাঁরা তার তীব্র নিন্দা করছেন। তাঁর এমন মন্তব্য বাংলার সংস্কৃতি,ঐতিহ্যের পরিপন্থী। তাঁর এই আচরণ বাংলাভাষার জনক বিদ্যাসাগরের মতো স্মরণীয় ব্যক্তিত্বের আদর্শের অপমান। তাঁরা তাই মুখ্যমন্ত্রীর মুখের ভাষায় মিষ্টতা আনতে তাঁর ছবিতে মধু মাখিয়ে প্রতীকি প্রতিবাদ জানাচ্ছেন। পাল্টা হিসেবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়ে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই তাঁর বিরেধীদের রাজনৈতিক নেতাদের শ্রদ্ধা জানিয়ে এসেছেন। শুভেন্দু অধিকারীর মতো বিজেপি নেতারা তৃণমূল নেত্রীকে চোর বলে থাকেন এবং কংগ্রেস-সহ অবিজেপি জাতীয় নেতাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে আসছেন। প্রথমে বিজেপিরই এ জন্য ক্ষমা চাওয়া উচিত।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন