Teacher Sacked For Alleged Comment: মহাভারত,রামায়ণ কাল্পনিক কাহিনি, মন্তব্য করায় বহিষ্কৃত শিক্ষিকা!
দি বেঙ্গলি নিউজরুম: পড়ুয়াদের তিনি বলেছিলেন মহাভারত এবং রামায়ণ কল্পনাপ্রসূত কাহিনি। তাঁর এমন বক্তব্যে ক্ষুব্ধ হয়ে বিজেপি বিধায়কের সমর্থকরা প্রতিবাদে ফেটে পড়ে। প্রতিবাদ, অশান্তির জেরে ওই শিক্ষিকাকে বহিষ্কার করল স্কুল। ঘটনাটি ঘটেছে কংগ্রেস শাসিত কর্ণাটকে। সেখানে উপকূল শহর সেন্ট গেরোসা ইংলিশ এইচআর প্রাইমারি স্কুলের শিক্ষিকা শুধু মহাভারত-রামায়ণের বিরুদ্ধেই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে বিজেপির অভিযোগ। বিজেপির বিধায়কের সমর্থকরা অভিযোগ করেন ওই শিক্ষিকা ২০০২ গোধরা দাঙ্গা ও বিলকিস বানো গণধর্ষণ কাণ্ডে মেদীর বিরুদ্ধে তিনি আপত্তিকর মন্তব্য করেছিলেন।
তাদের অভিযোগ শিশুদের মনে ওই শিক্ষিকা বিদ্বেষের বিষ ঢোকানোর চেষ্টা করেছেন। এক প্রতিবাদে শনিবার বিজেপি সমর্থকরা বিক্ষোভ দেখায় এবং সোমবার তাদের সঙ্গে সামিল হন বিজেপি বিধায়ক। তিনি অবিলম্বে শিক্ষিকার সাসপেনশন দাবি করেন। বিধায়ক বলেন যদি এই ধরণের শিক্ষিকাকে সমর্থন করেন, তাহলে সবার মানসিকতা তলানিতে এসে পৌঁছবে। তাঁকে কেন স্কুলে রাখা হচ্ছে? যে যিশুর উপাসনা তাঁরা করেন,সেই যিশুই শান্তি চেয়েছিলেন। হিন্দু মেয়েদের তাঁরা বলছেন বিন্দি না পরার জন্য, মাথায় ফুল না দিতে,কব্জিতে ফুল না লাগাতে। ওঁরা বলে থাকেন প্রভু রামকে দুধ দেওয়া অপচয়মাত্র। কেউ যদি আপনার বিশ্বাসের অপমান করে, তাহলে চুপ থাকা যায় না। অন্যদিকে অভিভাবকেরা জানিয়েছেন ওই শিক্ষিকা ক্লাস সেভেনের পড়ুয়াদের জানিয়েছিলেন রাম একজন পুরাণের চরিত্র। ঘটনার তদন্ত করছেন ডেপুটি ডিরেক্টর অব পাবলিক ইনস্ট্রাকশন। শিক্ষিকাকে বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন