Modi Slams Jawharlal, Indira: ভারতীয়দের শক্তিকে হেয় করেছেন ওঁরা, সংসদে জওহরলাল, ইন্দিরাকে কাঠগড়ায় তুললেন মোদী

দি বেঙ্গলি নিউজরুম: কংগ্রেস কখনও ভারতের শক্তির ওপর আস্থা রাখেনি। তারা সবসময় নিজেদের শাসক মনে করেছে এবং দেশের মানুষকে হেয় করেছে। সোমবার সংসদে দাঁড়়িয়ে বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং প্রয়াত ইন্দিরা গান্ধীর ভাষণ উদ্ধৃত করে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসেদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের পর ধন্যবাদজ্ঞাপন করতে গিয়ে জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে আনেন। বক্তব্য রাখতে গিয়ে লালকেল্লায় জওহরলালের বক্তব্য উদ্ধৃত করে মোদী এদিন বলেন প্রয়াত প্রথম প্রধানমন্ত্রী বলেছিলেন, ভারতীয়রা ইউরোপের মানুষ,জাপানি,চিনা, রাশিয়ান বা আমেরিকানদের মতো কঠোর পরিশ্রম করি না। তিনি বিশ্বাস করেন না তাঁরা জাদুবলে সমৃদ্ধ হয়েছেন। ওই দেশের মানুষ কঠোর পরিশ্রম ও সপ্রতিভতার গুণেই সমৃদ্ধ হয়েছেন। মোদী বলেন, লালকেল্লার ময়দানে ইন্দিরাজি বলেছিলেন দুর্ভাগ্যের কথা আমাদের অভ্যেস কোনও ভালো কাজ শেষের মুখে আত্মসন্তুষ্ট হওয়া। যখনই কোনও বাধা আসে, আমরা আশা ছেড়ে দিই। কখনও কখনও মনে হয়েছে গোটা দেশ হার স্বীকার করেছে। রীতিমতো শ্লেষ মিশিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজ কংগ্রেসের দিকে তাকিয়ে দেখুন। এটা মনে হতেই পারে ইন্দিরাজি দেশের মানুষকে খাটো চোখে দেখেছন। তবে কংগ্রেসেরও মূল্যায়ন করেছেন। এটা কংগ্রেসের রাজ পরিবারের দেশের মানুষ সম্পর্কে এমনই চিন্তাভাবনা। নিজের দাবি জোরালোভাবে উপস্থাপনা করতে গিয়ে প্রধানমন্ত্রী জওহরলালের লেখা উদ্ধৃত করে জানান, ইতিহাস প্রমাণ করেছে কংগ্রেস সরকার মুদ্রাস্ফীতির আমদানি করেছিল। যখনই কংগ্রেস ক্ষমতায় এসেছে, তখনই তারা মুদ্রাস্ফীতিকে জোরদার করেছে। দুটো যুদ্ধ ও একটি অতিমারির পরে তাঁদের সরকার তা নিয়ন্ত্রণে এনেছে। বিরোধীদের অবস্থার জন্য এদিন কংগ্রেসকেই কাঠগড়ায় তুলেছেন মোদী। তাঁর কথায়, কংগ্রেস ব্যর্থ এবং অন্য দলগুলিকে কিছু করার অনুমতি দেয়নি। তারা সংসদ, বিরোধীদের এবং দেশকে ধ্বংস করেছে। দেশ রাজতন্ত্রের রাজনীতির শিকার হয়েছে এবং কংগ্রসকেও তার মুখোমুখি হতে হয়েছে। পাশাপাশি কংগ্রেস ও আপ, তৃণমূল কংগ্রেসের মতো আঞ্চলিকদলগুলির দ্বন্দ্বে জেরবার ইন্ডিয়া জোটকেও এক হাত নিয়েছেন মোদী। তাঁর কথায়, তারা পরস্পরকে বিশ্বাস করতে পারছে না। দেশের মানুষ কীভাবে তাদের বিশ্বাস করবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!