Mamata Challenges Congress : লোকসভা ভোটে চল্লিশটি আসনও পাবে না কংগ্রেস, চ্যালেঞ্জ মমতার
দি বেঙ্গলি নিউজরুম: লোকসভা ভোটের আগে বিজেপিকে পর্যুদস্ত করার তোড়জোড়ের মধ্যে ইন্ডিয়া জোট যখন অন্তর্দ্বন্দ্বে ক্রমশ কাবু হচ্ছে, তখন সেই কোন্দলকে উসকে দিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সাফ জানিয়ে দিলেন লোকসভা ভোটে হিন্দি বলয়ে বিজেপিকে পর্যুদস্ত করতে পারবে না। তাঁর সন্দেহ আসন্ন লোকসভা ভোটে কংগ্রেস চল্লিশটা আসন পাবে কিনা সন্দেহ। পাশাপাশি আক্রমণ শানিয়েছেন কংগ্রেসের ভারত জোড়ো ন্যায়যাত্রাকেও। রাহুল গান্ধীর নেতৃত্বে ন্যায়যাত্রা পশ্চিমবঙ্গের ছটি জেলা পরিক্রমা করেছে।
কংগ্রেসের ন্যায়যাত্রাকে পরিযায়ী পাখির সঙ্গে তুলনা করেছেন মমতা। তৃণমূল নেত্রী বলেন তিনি প্রস্তাব দিয়েছিলেন গোটা দেশে যেখানে যেখানে বিজেপি বিরোধী শক্ত হিসেবে রয়েছে,সেই সব জায়গায় তিনশোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার। কিন্তু তা আমল দেয়নি কংগ্রেস। তারা এখন রাজ্যে পৌঁছেছে মুসলিম ভোট পাওয়ার জন্য। তৃণমূল নেত্রীর ঘোরতর সন্দেহ তিনশোটি আসনে লড়াই করলেও কংগ্রেস চল্লিশটি আসন পাবে কিনা সন্দেহ।
এদিন কলকাতায় কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়ার দাবিতে ধরনায় সামিল তৃণমূল নেত্রী বলেন তাঁরা চেয়েছিলেন আসন্ন লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট করতে। কিন্তু তাতে সাড়া দেয়নি কংগ্রেস। নেত্রী জানান তাঁরা একটি জোটের ব্যাপারে দরজা খোলা রেখেছিলেন। কিন্তু কংগ্রেস তাতে গা করেনি। তারা বেয়াল্লিশটি আসনেই একা লড়ুক। তাদের সেই প্রস্তাবের পর থেকে কোনও আলোচনাও হয়নি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন