Sita Smoking : রামলীলা নাটকে সিগারেট খাচ্ছেন সীতা, গ্রেফতার অধ্যাপক ও পাঁচ পড়ুয়া

প্রতীকী ছবি
দি বেঙ্গলি নিউজরুম: মঞ্চে রামলীলা নাটক চলছে জোরকদমে। শ্রোতা-দর্শকরা রামলীলা দেখছেন বিভোর হয়ে। এমন সময় দেখা গেল সীতা মুখে সিগারেট জ্বেলে দিব্ব্যি ধোঁয়া ওড়াচ্ছেন। মুখে আপত্তিকর কথা। আর যায় কোথা। রে রে করে উঠল রামভক্তের দল। ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে, এমন অভিযোগ করে প্রতিবাদে সামিল হল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। অভিযোগ পেয়ে পুনে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-সহ পাঁচজন ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যেয় এবিভিপি ও পুনে বিশ্ববিদ্যালয়ের ললিতকলা বিভাগের ছাত্ররা সীতার চরিত্রে বেলেল্লাপনা নিয়ে তুলকালাম করে। রামলীলা নাটকটি মঞ্চের পেছনে থাকা অভিনতাদের নিয়ে মঞ্চস্থ করে ললিত কলা কেন্দ্র। এবিভিপির পদাধিকারী হর্ষবর্ধন হরপুডের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় ললিতকলা কেন্দ্রের প্রধান ড.প্রবীণ ঢোলে এবং ভবেশ পাতিল,জয় পেডনেকর, প্রথমেশ সাওয়ান্ত, ঋষিকেশ ডালভি ও যশ চিকলেকে গ্রেফতার করেছে পুলিশ। দায়ের করা এফআইআরে জানানো হয়েছে সীতার ভূমিকায় অভিনয় করা পুরুষকে দেখা যায় সিগারেট খেতে ও অশালীন ভাষা ব্যবহার করছে। এফআইআরে জানানো হয়েছে এবিভিপির সদস্যরা নাটকটির প্রতিবাদ করে তা বন্ধ করলে শিল্পীরা তাদের শারীরিকভাবে হেনস্থা করে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!