Amit Shah On CAA: লোকসভা ভোটের আগেই চালু হবে নাগরিকত্ব আইন, বলে দিলেন অমিত শাহ, আর কি বললেন বিজেপির সেকেন্ড ইন কমান্ড

দি বেঙ্গলি নিউজরুম: চব্বিশের লোকসভা ভোটের আগে দেশে সিএএ চালু করা হবে। শনিবার এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরেই তাঁর দাবি, লোকসভা ভোটে বিজেপি ৩৭০টি এবং এনডিএ ৪০০ আসন পাবে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহ জোর দিয়ে বলেন লোকসভা ভোটের ফল নিয়ে কোনও সন্দেহের কারণ নেই। এমনকী কংগ্রেস এবং বিরোধী দলগুলিও বুঝতে পেরেছে তাদের আবার বিরোধীদের আসনে বসতে হবে। ইকনোমিকস গ্লোবাল বিজনেস সামিটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজেপি সরকার জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া আর্টিকেল ৩৭০ বাতিল করেছে। কাজেই তাঁরা বিশ্বাস করেন দেশের মানুষ তাঁদের ওপর আস্থা রেখে বিজেপিকে ৩৭০টি আসন এনে দেবে এবং এনডিএ-কে ৪০০টি আসনে জয়ী করবে। জয়ন্ত চৌধুরীর নেতৃত্বাধীন আরএলডি, শিরোমণি অকালি দল ও আরও কিছু দলের এনডিএ-তে যোগদানের সম্ভাবনা নিয়ে শাহের কাছে জানতে চাওয়া হয়। জবাবে আরও কিছু দলের যোগদানের সম্ভাবনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান বিজেপি পরিবার পরিকল্পনায় বিশ্বাস করে কিন্তু রাজনীতিতে নয়। শাহ জানান,২০২৪ সালের লোকসভা ভোট শুধু এনডিএ এবং ইন্ডিয়া ব্লকের মধ্যে লড়াই নয়। তবে এই ভোট উন্নয়ন এবং শুধু যারা স্লোগান দেয়, লড়াইটা তাদের মধ্যে। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা নিয়ে তাঁর মন্তব্য নেহরু-গান্ধী পরিবারের এই ধরণের যাত্রা করার কোনও অধিকার নেই। কারণ ১৯৪৭ সালে এরাই ভারত ভাগ করেছিল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!