Wave Of New Variant Of Covid19: হুয়ের আশ্বাস উড়িয়ে চিনে ফের কোভিডের নয়া ভ্যারিয়েন্টের হানা, আক্রান্ত ছ কোটি মানুষ!
সোমবার চিনের মহামারি বিশেষজ্ঞ ঝং নানশান জানিয়েছেন এক্সবিবি ১.৯.১,
এক্সবিবি ১৫৫ ও এক্সবিবি ১.৬৬সহ এক্সবিবি ওমিক্রন সাব-ভ্যারিয়েন্ট মোকাবিলায় দুটি
নতুন ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছে। আরও তিন থেকে চারটি ভ্যাকসিনের অনুমোদন
শীগগিরই দেওয়া হবে। তবে এ নিয়ে বিশদ কিছু জানাতে রাজি হননি। গত শীতে শূন্য কঠোর
কোভিড নীতি তুলে দেওয়ার পরই সেদেশে এই মারণ ভাইরাসের বিশাল ঢেউয়ের হানা দেখা দেয়।
কঠোর শূন্য কোভিড নীতি প্রত্যাহারের পর থেকে জনসংখ্যার পঁচাশি শতাংশ সেসময়
অসুস্থ হয়ে পড়ে। চিনের পাশাপাশি আমেরিকাতেও এই নতুন ভ্যারিয়েন্টের আঁচ এসে
পড়েছে। সংক্রমণও বেড়েছে। এটি জনস্বাস্থ্যের পক্ষে ভয়ঙ্কর বলা না হলেও বিশেষজ্ঞরা
আগামী বছরগুলিতে নতুন ভ্যারিয়েন্টের আরেকটি নয়া ঢেউয়ের আছড়ে পড়ার আশঙ্কা উড়িয়ে
দেননি। তবে চিনের প্রশাসন জানিয়েছে বর্তমানে যে সংক্রমণের হানাদারি চলছে, সেটি
ততটা ভয়ঙ্কর নয় হবে না। যদিও সেদেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন বয়স্কদের
মধ্যে এটি যাতে ব্যাপক ও ভয়ঙ্কর না হয়ে ওঠে, সে জন্য ভ্যাকসিন কর্মসূচির ওপর বেশি
করে জোর দিতে হবে। সেইসঙ্গে হাসপাতালগুলিতে অ্যান্টিভাইরাল সরবরাহের বিষয়টি নিশ্চিত
করা জরুরি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন