Wave Of New Variant Of Covid19: হুয়ের আশ্বাস উড়িয়ে চিনে ফের কোভিডের নয়া ভ্যারিয়েন্টের হানা, আক্রান্ত ছ কোটি মানুষ!

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: আবার কোভিডের (Covid19) মারণ সন্ত্রাস? কিছুদিন আগে বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO Declared)  অভয়বাণী দিয়েছিল পৃথিবী থেকে মোটের ওপর বিদায় নিয়েছে মারণ ভাইরাস। এটি এখন বিশ্বজুড়ে স্বাস্থ্য হুমকি নয়। কিন্তু সেই অভয়বাণীকে অসার প্রমাণ করে ফের কোভিডের নয়া ভ্যারিয়েন্টের (Wave Of New Variant Of Covid19)  দাপট শুরু হয়েছে চিনে। নয়া এক্সবিবি ভ্যারিয়েন্টকে কব্জায় আনতে বেজিং প্রশাসন জরুরি ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে জোরকদমে মাঠে নেমে পড়েছে। কারণ চোখ কপালে ওঠার মতো ঘটনা হল গত বছরের শীতে চিন জিরো কোভিড নীতি থেকে বিক্ষিপ্তভাবে সরে আসার পর থেকে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে মারণ ভাইরাস। একসপ্তাহে সে দেশে ছ কোটি মানুষ কোভিডের নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট। 


সোমবার চিনের মহামারি বিশেষজ্ঞ ঝং নানশান জানিয়েছেন এক্সবিবি ১.৯.১, এক্সবিবি ১৫৫ ও এক্সবিবি ১.৬৬সহ এক্সবিবি ওমিক্রন সাব-ভ্যারিয়েন্ট মোকাবিলায় দুটি নতুন ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছে। আরও তিন থেকে চারটি ভ্যাকসিনের অনুমোদন শীগগিরই দেওয়া হবে। তবে এ নিয়ে বিশদ কিছু জানাতে রাজি হননি। গত শীতে শূন্য কঠোর কোভিড নীতি তুলে দেওয়ার পরই সেদেশে এই মারণ ভাইরাসের বিশাল ঢেউয়ের হানা দেখা দেয়। কঠোর শূন্য কোভিড নীতি প্রত্যাহারের পর থেকে জনসংখ্যার পঁচাশি শতাংশ সেসময় অসুস্থ হয়ে পড়ে। চিনের পাশাপাশি আমেরিকাতেও এই নতুন ভ্যারিয়েন্টের আঁচ এসে পড়েছে। সংক্রমণও বেড়েছে। এটি জনস্বাস্থ্যের পক্ষে ভয়ঙ্কর বলা না হলেও বিশেষজ্ঞরা আগামী বছরগুলিতে নতুন ভ্যারিয়েন্টের আরেকটি নয়া ঢেউয়ের আছড়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেননি। তবে চিনের প্রশাসন জানিয়েছে বর্তমানে যে সংক্রমণের হানাদারি চলছে, সেটি ততটা ভয়ঙ্কর নয় হবে না। যদিও সেদেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন বয়স্কদের মধ্যে এটি যাতে ব্যাপক ও ভয়ঙ্কর না হয়ে ওঠে, সে জন্য ভ্যাকসিন কর্মসূচির ওপর বেশি করে জোর দিতে হবে। সেইসঙ্গে হাসপাতালগুলিতে অ্যান্টিভাইরাল সরবরাহের বিষয়টি নিশ্চিত করা জরুরি।    

   

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!