Condom And Contraceptive Distribution: আদিবাসী গণবিবাহের সরকারি কর্মসূচিতে কন্ডোম,পিল বিলি নিয়ে চাঞ্চল্য, দায় নিতে নারাজ জেলা প্রশাসন

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: ফের খবরের শিরোনামে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ (Madhya Pradesh) এবার ওই রাজ্যের ঝাবুয়া জেলায় গণবিবাহ অনুষ্ঠানে (Mass Marriage Programme) পাত্রীদের দেওয়া মেক আপ বক্সে উপহার হিসেবে দেওয়া হল কন্ডোম ও জন্মনিরোধক পিল (Condom And Contraceptive Distribution)। বিষয়টি প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল শুরু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ/নিকা যোজনায় সোমবার দিন মালাবদল করে ২৯৬জন দম্পতি। এই প্রকল্পে মূলত আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মহিলাদের জন্য এই কর্মসূচি নেওয়া হয়। কন্ডোম ও জন্মনিরোধক পিল বিলি করার ঘটনাটির ভিডিও ভাইরাল হওয়ার পর জেলা প্রশাসন এ ব্যাপারে দোষ চাপিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের ঘাড়ে। 


জেলা প্রশাসনের আধিকারিকের বক্তব্য উদ্ধৃত করে একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিক জানিয়েছে পরিবার পরিকল্পনা নিয়ে সচেতনতার বৃদ্ধির উদ্দেশ্যে স্বাস্থ্য বিভাগের কর্মীরা কন্ডোম,জন্ম নিরোধক পিল বিলি করে থাকতে পারে। সংবাদমাধ্যমকে জেলা প্রশাসনের আধিকারিক জানিয়েছেন তাঁরা এই ঘটনায় কোনওভাবেই যুক্ত নয়। মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনায় এ ধরণের কোনও ব্যবস্থা নেই। আগামী দিনে যাতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে ব্যাপারে স্থানীয় প্রশাসনকে নজর রাখতে বলা হয়েছে। এবং গণবিবাহ অনুষ্ঠানে কন্ডোম,জন্ম নিরোধক বিলির বদলে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানোর নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন বলে দাবি আধিকারিকের।

 তিনি জানান এই জেলাটি আধিবাসী অধ্যুষিত। শিক্ষার হারও খুব কম। এখানকার মানুষদের বৈজ্ঞানিক বিষয়ে কিছুই ধারণা নেই। যাতে এ ধরণের ঘটনা আর না ঘটে সেদিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলার পরিবার পরিকল্পনা দফতরের আধিকারিক জানিয়েছেন ওই কর্মসূচি নিয়ে তাঁদের সংশয় ছিল। একটি অনুষ্ঠানে দুশোরও বেশি নবদম্পতির খবর তাঁরা পেয়েছিলেন। ভেবেছিলাম তাদের নিশানা করে পরিবার পরিকল্পনার প্রচার করা সম্ভব হবে। দুশো জন স্বাস্থ্যকর্মী কিট নিয়ে তাদের বুঝিয়েছিলেন। তবে কেউ কেউ বুঝতে চায়নি। অনেক দম্পতি ওগুলি পণেরই অঙ্গ ভেবেছিলেন। এক মাস ধরে নয়া পহল কিট বিলি করা হয়েছিল।      

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!