Today Mocha Turns Severe Storm: আজই আছড়ে পড়ছে ঘূর্ণিঝড়? চূড়ান্ত সতর্কতা জারি, প্রস্তুতি তুঙ্গে
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: আজ থেকেই শক্তিবৃদ্ধি ঘটিয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে মোচা (Today Mocha Turns Severe Storm)। দক্ষিণ-পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরের সংলগ্ন অঞ্চলে ঘূর্ণিঝড় ছোবল মারতে চলেছে বলে আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে। বিপর্যয় মোকাবিলায় এ রাজ্যে এনডিআরএফের আটটি দল (NDRF Alerted) ও দুশোজন উদ্ধারকারীকে মোতায়েন করা হয়েছে। এনডিআরএফের সেকেন্ড ব্যাটেলিয়নের কমান্ডান্ট গুরমিন্দর সিং জানিয়েছেন সাইক্লোন মোচা ঝড়ে আজ পরিণত হতে চলেছে এবং মে মাসের চোদ্দ তারিখে সেটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে। এনডিআরএফের আটটি বিপর্যয় মোকাবিলা দল ও দুশোজন উদ্ধারকারীকে মোতায়েন করা হয়েছে। বাড়তি রাখা হয়েছে একশোজন উদ্ধারকারীকে।
ঘূর্ণিঝড় মোকার গতিবিধির দিকে নজর রেখে চলা দি ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট জানিয়েছেন সাইক্লোন মোচা রবিবারের মধ্যে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং বাংলাদেশের কক্সবাজারের কাছে উপকূল অঞ্চলে সেটি আছড়ে পড়বে। ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আশঙ্কায় মৎস্যজীবী ও পর্যটকদের মধ্য ও উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও আন্দামানে রবিবার যেতে মানা করেছেন আবহাওয়া অফিস। আসন্ন কোনও ধরণের প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় জরুরি ভিত্তিতে চব্বিশ ঘণ্টা কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। আবহাওয়ার পরিবর্তনের জেরে উত্তরপূ্র্ব রাজ্যগুলি ও আন্দামান নিকোবরে বৃষ্টি পাতের সতর্কতা জারি করা হয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন