Kangana Ranauat Supports The Kerala Story Film: যাঁরা কেরালা স্টোরি ছবি দেখে অখুশি হবেন, তাঁরা জঙ্গি, বলে দিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: বরাবরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকতে ভালোবাসেন তিনি। সাহসী,স্পষ্টবক্তা হিসেব তাঁর পরিচয় সবারই জানা (Outspoken And Daring)। আসলে কখনও বিতর্ক থেকে দূরে থাকতে চান না বলিউডের এই ঠোঁটকাটা অভিনেত্রী। আপসহীন ও মন খুলে কথা বলতে এক সেকেন্ডও দ্বিধা করেন না তিনি। এমনকী স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়েও নিজের অবস্থান থেকে এক পা-ও নড়তে ভালোবাসেন না এই সাহসী অভিনেত্রী। ফিল্মি কেরিয়ারে একাধিক বিতর্কে জড়িয়েছেন তিনি। বলিউডে স্বজনপোষণ, চক্র নিয়ে অভিযাগ,প্রতিবাদ জানিয়ে সহ অভিনেতাদের সঙ্গে প্রকাশ্যে বিবাদে লিপ্ত হয়েছেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranauat Supports The Kerala Story Film)। এবার দি কেরালা স্টোরি নিয়ে দেশজুড়ে বিতর্কের আবহে মুখ খুললেন তিনি (Row Over The Kerala Story Film)। তাঁর ঠোঁট কাটা মন্তব্য, যিনিই এই ছবি দেখে নিজেকে আক্রান্ত মনে করবেন, তিনি একজন সন্ত্রাসবাদী। 

একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে কঙ্গনাকে দি কেরালা স্টোরি নিয়ে দেশজুড়ে বিতর্ক ঘিরে জিজ্ঞাসা করা হলে জানান তিনি এখনও ছবিটি দেখেননি। তবে ছবিটি নিষিদ্ধ করা নিয়ে আবেদন হাইকোর্ট খারিজ করার খবর জানেন। বলেন ছবিটিতে আইসিসের মতো ভয়ঙ্কর জঙ্গি সংগঠনকে মন্দ আলোয় দেখানো হয়েছে এবং কোনওকিছুই নেতিবাচকভাবে দেখানো হয়নি। বলিউড অভিনেত্রীর কথায়, হাইকোর্ট জানিয়েছে ছবিটি নিষিদ্ধ করা যাবে না। ছবিটিতে আইসিস ছাড়া আর কারোকেই খারাপভাবে দেখানো হয়নি। হাইকোর্টের মতো দায়িত্বশীল প্রতিষ্ঠান যদি একথা বলে থাকে,তাহলে তারা একেবারে ঠিক। আইসিস একটা জঙ্গি সংগঠন। এটা তিনি বলছেন না। এমনকী আমাদের দেশ, স্বরাষ্ট্রমন্ত্রকই নয়, সারা পৃথিবী তাদের তা-ই বলেই মনে করে। বলিউড অভিনেত্রীর কথায়, কেউ যদি মনে করেন আইসিস সন্ত্রাসবাদী সংগঠন নয়, তাহলে সে বা তারাও জঙ্গি। বিতর্কিত ছবিটির ট্রেলার দেখানোর পরই রীতিমতো বিতর্ক শুরু হয়েছে। 


ছবিতে বলা হয়েছে কেরল থেকে বত্রিশ হাজার তরুণী নিখোঁজ হয়েছেন এবং তাঁরা ইসলামিক স্টেটে যোগ দিয়েছেন। এরপর থেকে রাজনৈতিক ঝড় শুরু হয়েছে বামশাসিত রাজ্যে। রাজ্যের মহিলা কমিশনও ছবির নির্মাতাদের আইনি নোটিস পাঠিয়েছে। তারা দাবি জানিয়েছে ছবি থেকে বিতর্কিত সংলাপ বাদ দিতে হবে। পাশাপাশি শিশু সুরক্ষা কমিশনও সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনকে ছবিটির বিষয়বস্তু তদন্ত করার আর্জি জানিয়েছে। তবে বিতর্কের পরেও শুক্রবার ছবিটি মুক্তি পেয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কড়া সমালোচনা করেছেন ছবিটির। জানিয়েছেন ছবিটি কেরলের বিরুদ্ধে মিথ্যে প্রচার করছে। এর পেছনে সঙ্ঘ পরিবারের মদতের ব্যাপারে অভিযোগ জানিয়েছেন তিনি।      

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!