Row Over Salman Khans Luxury Hotel: শান্তি বিঘ্নের আশঙ্কা, বান্দ্রায় সলমনের বিলাসবহুল হোটেল তৈরিতে আপত্তি বিজেপির
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: বান্দ্রায় সলমনের বিলাসবহুল
হোটেল (Row Over Salman Khans Luxury Hotel) হওয়া বাগড়া দিল বিজেপি (BJP Opposed)। তাদের যুক্তি হোটেল হলে এলাকার শান্তি এবং ব্যক্তিগত স্বাধীনতা নষ্ট হবে। সংবাদমাধ্যমে গেরুয়া শিবিরের তরফে সোজা জানিয়েছে ভাইজানের প্রস্তাবিত বিলাসবহুল হোটেল প্রকল্পে তাদের কোনও সমর্থন নেই। স্থানীয় বিজেপি বিধায়ক ও শহর বিজেপির সভাপতি আশিস শেলার স্পষ্ট জানিয়েছেন যে জিনিস এলাকার শান্তি বিঘ্নিত করবে এবং এলাকার মানুষদের ব্যক্তি স্বাধীনতায় নাক গলাবে, তা তিনি সমর্খন করেন না। জানিয়েছেন ওই প্রস্তাবিত হোটেল নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছিলেন বিদায়ী এমভিএ সরকার এবং প্রাক্তন কর্পোরেটর। প্রকল্পের জন্য ইচ্ছাকৃতভাবে বান্দ্রা-ভারসোভা সি লিংকের কাছে বাছা হয়েছিল।
পদ্ম বিধায়ক জানান তাঁদের দল যেহেতু উন্নয়নের পক্ষে, এ কারণে এমন কোনও প্রকল্পকে
সমর্থন করবে না যা বাসিন্দার মধ্যে শান্তি ও ব্যক্তিগত স্বাধীনতায় আঘাত করবে। বছর
কয়েক আগে সলমন বান্দ্রার কার্টার রোডে পুরনো স্টারলেট কো অপারেটিভ সোসাইটি
ভবনটি কেনেন। প্রথমে পরিকল্পনা করা হয়েছিল একটি আবাসিক অ্যাপার্টমেন্ট তৈরি করা
হবে। পরে পরিকল্পনা বদলে যায়। সেখানে একটি উনিশ বছরের পুরনো উবের লাক্সারি করা
হবে। বিএমসি মেঝের জায়গা বাড়িয়ে হোটেল নির্মাণে সায় দেয়। এ নিয়ে স্থানীয় এলাকায়
বিস্ময় দেখা দিয়েছিল কারণ আবাসিক এলাকার বদলে বাণিজ্যিক উদ্দেশে হোটেল তৈরি হলে
সেখানে ব্যাপক যানজটের সমস্যা তৈরি হবে। শাসকদল বিজেপির আপত্তিতে সলমনের বিলাসবহুল
হোটেল ঘিরে তৈরি হয়েছে ব্যাপক অনিশ্চয়তা। এ ব্যাপারে সলমনের কোনও প্রতিক্রিয়া
পাওয়া যায়নি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন