Cyclone Likely Hit Odisha: ওড়িশায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় মোচা, নিম্নচাপের গেরোয় পড়বে বাংলা?

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: দিন কয়েকের মধ্যে ওড়িশায় আছড়ে পড়তে চলেছে (Cyclone Likely Hit Odisha) ঘূর্ণিঝড় মোচা। আসন্ন ঘূর্ণিঝড় মোকাবিলা কীভাবে করা হবে, সে ব্যাপারে আগে থেকে সাজসাজ রব শুরু হয়ে গিয়েছে প্রশাসনে। গত দু তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক আসন্ন ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতি খতিয়ে দেখতে এক বৈঠক করেন (Odisha CM Chaired Meeting)। প্রশাসনের আধিকারিকদের মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের সঙ্গে রাজ্য প্রশাসনকে পরিস্থিতি মোকাবিলা করার ব্যাপারে আর্জি জানিয়েছেন। সেইসঙ্গে গ্রীষ্মের ঘূর্ণিঝড় কোনপথে আছড়ে পড়বে, তা নিয়ে  আগাম ইঙ্গিত না মিললে কীভাবে তার মোকাবিলা করা হবে, তা নিয়েও কথা বলেন তিনি। এর আগে ২০১৯ সালের মে মাসে ঘূর্ণিঝড় ফনি পুরী এবং ওড়িশার উপকূল এলাকা লন্ডভন্ড করে দিয়েছিল।


 বৈঠকে সে কথাও উল্লেখ করেন তিনি। সংবাদমাধ্যমকে স্পেশাল রিলিফ কমিশনার সত্যব্রত সাহু জানান মুখ্যমন্ত্রীর নির্দেশমতো তাঁরা সতর্ক রয়েছেন। ওড়িশার কমপক্ষে ওড়িশা প্রাকৃতিক বিপর্যয় বাহিনীর কুড়িটি দল এবং এনডিআরএফের সতেরোটি দলকে সতর্ক করা হয়েছে। একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে। শক্তিশালী ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতির হদিশ পেতে ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের যোগাযোগ করেছে প্রশাসন। আইএমডি জানিয়েছে এ সপ্তাহেই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ছ তারিখের কাছাকাছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। পরবর্তী আট চল্লিশ ঘণ্টায় তার প্রভাবে ওই একই অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে।   

.

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!