Congress Targets Modi : স্বঘোষিত বিশ্বগুরুর নীতি হল আগে কাজ, পরে ভাবনা, দু হাজার টাকার নোট বাতিলের পর মোদীকে নিশানা কংগ্রেসের

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: স্বঘোষিত বিশ্বগুরুর নীতি হল আগে কাজ,পরে ভাবনা (Act First, Second Think)। আরবিআইয়ের দু হাজার টাকার নোট বাতিল ঘোষণার পরই শুক্রবার ঠিক এইভাষাতেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করল কংগ্রেস(Congress Targets Modi) । দলের এক সাংসদ জানান এটা দ্বিতীয় নোটবন্দির শুরু। ২০১৬ সালের আট নভেম্বর সমস্ত পাঁচশো ও হাজার টাকার নোট বাতিল করে মোদী সরকার। তারপর কেন্দ্রে বিরুদ্ধে আক্রমণ শানায় কংগ্রেস সহ বিরোধীরা। নোট বাতিলের পর নতুন নোট নিতে ব্যাঙ্কে ব্যাঙ্কে বিপুল ভিড় দেখা যায়। ভিড়ের চাপে মৃত্যু হয় বহু মানুষের। 


প্রধানমন্ত্রীকে নিশানা করে কংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম রমেশ টুইট করে লেখেন ২০১৬ সালের আট নভেম্বর তুঘলঘি ফরমান জারি করে দু হাজার টাকার নোট চালু করা হয়। আর এবার সেই দু হাজার টাকা বাতিল করা হল। কংগ্রেস সাংসদ মানিকরাম ঠাকুর টুইট করে লিখেছেন এবার দ্বিতীয় নোটবন্দি বিপর্যয় শুরু হল। এম মানে পাগলামির চূড়ান্ত। শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঘোষণা করে দেশে দু হাজার টাকার নোট তুলে নেওয়া হচ্ছে। এবার থেকে আর দু হাজার টাকা ছাপানো হবে না। যাঁদের কাছে দু হাজার টাকার নোট রয়েছে, সেগুলি তিরিশে সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্ক থেকে বদলানো যাবে। ব্যাঙ্ক থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত বদলানো যাবে। দু হাজার ষোলো তারিখে নোটবন্দির পর দেশজুড়ে তোলপাড়ের পর এবার নতুন নোট বন্দি কীরকম প্রভাব ফেলে এখন সেটাই দেখার।  

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!