Supreme Court Stayed Banning The Kerala Story: দি কেরালা স্টোরি নিয়ে রাজ্য সরকার হোঁচট খেল শীর্ষ আদালতে, নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: বিতর্কিত ছবি দি কেরালা স্টোরি নিষিদ্ধ (Banning Of The Kerala Story) করা নিয়ে সুপ্রিম কোর্টে হোঁচট খেল রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য সরকারের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ জারি করার (Supreme Court Stayed Banning The Kerala Story)পাশাপাশি ছবির নির্মাতাদের নির্দেশ দেওয়া হয়েছে ছবিতে জানাতে হবে এই ছবিটি কাল্পনিক ঘটনার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। কেরলে বত্রিশ হাজার তরুণী ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে আইসিসে যোগ দিয়েছে, এ নিয়ে কোনও ছবি নির্মাতাদের কাছে নেই। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন ছবিটিকে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন অনুমোদন দিয়েছে, এ কারণে ছবিটি প্রদর্শনের সময় আইন শৃঙ্খলা সামলানোর দায়িত্ব রাজ্য সরকারের।
সুপ্রিম কোর্ট জানিয়েছে
প্রাথমিকভাবে আদালতের মত হচ্ছে বিষয়বস্তুর ভিত্তিতে ছবিটি পশ্চিমবঙ্গ সরকারের নিষিদ্ধ
করার ব্যাপারে কোনও যুক্তিগ্রাহ্য কারণ নেই। এ কারণে নিষিদ্ধ করার নির্দেশ স্থগিত
করা হচ্ছে। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে শনিবার পাঁচটার মধ্যে ছবিতে জানাতে হবে
ধর্মান্তর নিয়ে ছবির নির্মাতাদের কাছে কোনও সত্যিকারের তথ্য নেই। ছবিতে কাল্পনিক
বিষয় দেখানো হচ্ছে। অন্যদিকে সুপ্রিম কোর্ট তামিলনাডু সরকার ছবিটি সরকারিভাবে
নিষিদ্ধ না করলেও হল নির্মাতারা নিরাপত্তার কারণে ছবিটি প্রদর্শন বন্ধ রাখায়
ডিএমকে সরকারকে ছবি দেখতে যাওয়া দর্শকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জানিয়েছে। ছবিটি
নিয়ে সিবিএফসির শংসাপত্রকে চ্যালেঞ্জ জানিয়ে একটি আবেদনের প্রেক্ষিতে শীর্ষ আদালত
জানিয়েছে গরমের ছুটির পর আগামী জুলাই মাসে আবেদনের শুনানি হবে। প্রথমে ছবিটি দেখা
হবে, তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন