Ek Najare : এক নজরে খবর
এক নজরে
১. রাজভবনের কাছে বিধ্বংসী আগুন শরাফ হাউসে। পর পর চারটি এসি মেশিন। রাতের পোশাক না পাল্টে ঘটনাস্থলে রাজ্যপাল সিভি আনন্দ বোস। এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর পর্যন্ত জ্বলছে আগুন।
২. রাজ্যে দি কেরালা স্টোরি নিষিদ্ধ করার বিরুদ্ধে আবেদনের
শুনানিতে সম্মত সুপ্রিম কোর্ট। শুনানি পনেরো তারিখে।
৩. কর্ণাটকে ফের বিজেপি না পালাবদলের হাত ধরে আসতে চলেছে
কংগ্রেস?
রায় জানাতে সকাল থেকেই বুথে বুথে ভিড়।
৪. প্রাক্তন মুখ্যমন্ত্রী-ক্রিকেটার ইমরান খানের গ্রেফতারের
পর অগ্নিগর্ভ পাকিস্তান। আগুন, ভাঙচুর। অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই জমায়েতের ডাক
ইমরানের দলের।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন