Abhisekh Banerjee Summoned By CBI: লোকসভা ভোটের আগে বিরোধী ঐক্যে ফাটল ধরাতেই কি অভিষেককে গ্রেফতার করতে চায় সিবিআই?

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: চব্বিশের লোকসভা ভোটের আগে বিরোধী ঐক্যের ডাক দেওয়া তৃণমূল নেত্রীকে চাপে ফেলতেই কি ভাইপো অভিষেককে (Abhisekh Banerjee Summoned By CBI) গ্রেফতার করতে চায় সিবিআই? তাঁর নাম চাপ দিয়ে বলানো হয়েছে অভিযোগ করার পরেও বাঁকুড়ায় জনসংযোগ যাত্রার মধ্যেই শিক্ষক চাকরি দুর্নীতি কাণ্ডে তাঁকে তলব করেছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ডাক পেয়ে তড়িঘড়ি সেখান থেকে শুক্রবার রাতে কলকাতায় ফিরে এসেছিলেন তিনি। আর তারপরেই স্কুল শিক্ষক দুর্নীতি কাণ্ডে শনিবার নিজাম প্যালেসে সিবিআইয়ের অফিসারদের মুখোমুখি হলেন তৃণমূল সাংসদ তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। কড়া নিরাপত্তার মধ্যে এদিন সকাল প্রায় এগারোটা নাগাদ তিনি নিজাম প্যালেসে পৌঁছন। 

এর আগে
এদিন সকালে ইডি স্কুল শিক্ষক দুর্নীতি ঘটনার তদন্তে তৃণমূল কংগ্রেসের শীর্ষনেতৃত্বের ঘনিষ্ঠ কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রের বেহালার বাড়িতে হানা দেয়। গত পনেরো মার্চ রাজ্যে বিভিন্ন সরকার পরিচালিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে অবৈধ নিয়োগে জড়িত থাকার অভিযোগের তদন্তে সিবিআই অফিসে দেখা করেন সুজয়কৃষ্ণ। সিবিআই এই কেলেঙ্কারির অপরাধমূলক দিকটি তদন্ত করছে। অন্যদিকে স্কুলগুলিতে নিয়োগে অনিয়মের জেরে টাকাপয়সা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখছে ই়ডি। তলব পাওয়ার পরেই শুক্রবার যাত্রাচলাকালীন তাঁর গাড়ির ছাদ থেকে কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তাঁকে গ্রেফতার করা নিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক। জানান দুর্নীতির কোনও প্রমাণ সিবিআই পেলে তাঁকে গ্রেফতার করুক। বৃহস্পতিবারই আদালতের আগের নির্দেশকে মান্যতা দেওয়ার আর্জি জানিয়ে ক্যালকাটা হাইকোর্টে আবেদন করেছিলেন অভিযোগ। যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছে উচ্চতর আদালত। ওই নির্দেশে বলা হয়েছিল সিবিআই, ইডির মতো তদন্তকারী সংস্থাগুলি শিক্ষক চাকরি দুর্নীতি নিয়ে অভিষেককে গ্রেফতার করতে পারবে না। এই কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের অভিযোগপত্রে তাঁর নাম উঠে এসেছিল। যদিও কুন্তল অভিযোগ করেছিলেন অভিষেকের নাম বলার জন্য তাঁকে সিবিআই চাপ দিয়েছিল।   

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!