-BJP MP Loket Attacks Mamata: মমতা হিন্দু এবং ভারত বিদ্বেষী, দি কেরালা ছবি নিষিদ্ধ করায় মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ বিজেপি সাংসদ লকেটের

 


দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: দি কেরালা স্টোরিকে নিষিদ্ধ ঘোষণা করার পর মাত্র কয়েক ঘণ্টা কেটেছে। তারপরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ শানালেন বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় (The Kerala Story-BJP MP Loket Attacks Mamata)। মুখ্যমন্ত্রীকে হিন্দু-বিদ্বেষী হিসেবে দাগিয়ে দেওয়ার পাশাপাশি তাঁকে ভারত বিরোধী এবং মহিলা বিদ্বেষী বলে আক্রমণ করলেন তিনি (Described Anti Hindu,Anti Indian And Anti Women)। গতকাল তথ্য বিকৃতির অভিযোগে বিতর্কিত ছবি দি কেরালা স্টোরি নিষিদ্ধ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই ক্ষোভে ফেটে পড়েন লকেট। বলেন, মুসলিম ভোটব্যাঙ্কের জন্য মমতা দি কেরালা স্টোরি ছবিটি নিষিদ্ধ করেছেন। লকেটের কথায়, মুখ্যমন্ত্রী বড় রকমের ভুল করেছেন। ছবিটি নিষিদ্ধ করার পর মনে হচ্ছে তিনি হিন্দু বিদ্বেষী,ভারত বিরোধী এবং মহিলা বিদ্বেষী। ছবিটি আইসিস জঙ্গিদের ওপর ভিত্তি করে করা হয়েছে। তার বেশি কিছু নয়। মনে হচ্ছে কিছু আড়াল করতেই মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটি নিষিদ্ধ করেছেন। জানান একজন বাঙালি পরিচালকের ছবি তিনি নিষিদ্ধ করেছেন। লকেট বলেন, তিনি বাঙালির নামে ভোট চান কিন্তু মুসলিমদের নিয়ে ছবি নিষিদ্ধ করছেন। মুসলিম ভোট পাওয়ার জন্যই মুখ্যমন্ত্রী এই কাজ করেছেন। 

সোমবার সকালের দিকে এক সরকারি আধিকারিক জানান কোনও ধরণের অশান্তি,ঘৃণা, হিংসা এড়াতে ছবিটি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের তরফে জানানো হয় ঘৃণা, হিংসা এড়াতে ও রাজ্যে শান্তি বজায় রাখতে ছবিটি নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোনও হল ছবিটি দেখালে তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন একটি শ্রেণিকে হেনস্থার উদ্দেশে দি কাশ্মীর ফাইলস তৈরি করা হয়েছিল। দক্ষিণের একটি দেশকে কলঙ্কিত করার উদ্দেশ্যে দি কেরালা স্টোরটি তৈরি করা হয়েছে। এ দেশে পশ্চিমবঙ্গই প্রথম রাজ্যে, যে রাজ্যে ছবিটি নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুর গতকালই বলেছেন তিনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না তৃণমূল কংগ্রেসের নেত্রী কেন জঙ্গি সংগঠনগুলির প্রতি এত সহানুভূতিপ্রবণ। কেরলের নিরাপরাধ তরুণীদের প্রতি তাঁর কোনও সহানুভূতিই নেই। এ রাজ্যের বিজেপি জানিয়েছে বাক স্বাধীনতা এবং রাজনৈতিক উদ্দেশ্যেই দি কেরালা স্টোরি নিষিদ্ধ করা হয়েছে। এক সম্প্রদায়ের মানুষকে খুশি করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও গেরুয়া শিবিরের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস। তারা পাল্টা জানিয়েছে ২০২৪ সালে লোকসভা ভোটের আগে দেশজুড়ে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর চেষ্টা করছে বিজেপি।    

.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!