Exit Poll Prediction: কর্ণাটকে পালাবদল, ক্ষমতায় কংগ্রেস, ইঙ্গিত এগজিট পোলে

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: ভোট সমীক্ষায় কর্ণাটকে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি, আর এগজিট পোলে (Exit Poll Prediction) জানা যাচ্ছে অন্য কথা। এবারের বিধানসভা ভোটে কর্ণাটকের ২২৪টি আসনে প্রার্থী বাছাইয়ে ভোট দিয়েছেন পাঁচ কোটিরও বেশি ভোটার। ভোট সমীক্ষার উল্টোপথে হেঁটে এগজিট পোলে কংগ্রেসের জয় জয়কারের খবর জানিয়েছে (Congress Will Win Election)। তাতে বলা হয়েছে এবারের বিধানসভা ভোটে হারছে বিজেপি। তবে কি এগজিট পোলের ইঙ্গিত মতো দক্ষিণের এই রাজ্যে জমানা শেষ হতে চলেছে গেরুয়া শিবিরের। যদিও এ দেশের বিভিন্ন রাজ্যে বিগত কয়েকবারের এগজিট পোলের আগাম ইঙ্গিত একেবারে মেলেনি। এক কথায় ফ্লপ। এর অর্থ কর্ণাটকের বিধানসভা ভোটে বিজেপির ব্যাপক জয়ের সম্ভাবনা প্রবল বলে মনে করা হচ্ছে। আসুন দেখা যাক, আগের এগজিট পোলের আগাম ইঙ্গিত কীরকম ভুল প্রমাণিত হয়েছে। 

প্রথমেই আসা যাক উত্তরপ্রদেশে ভোটের ফল
। ২০১৭ সালে উত্তরপ্রদেশে বিধানসভা ভোটে অধিকাংশ মিডিয়া হাউসগুলির এগজিট পোলে আগাম ইঙ্গিত দেওয়া হয়েছিল বিজেপি ২০০টি আসনে জিতবে। কিন্তু ভোটের ফল বেরোলে দেখা যায় গেরুয়া শিবির ৩২৫টি আসনে জিতেছে। এগজিট পোলের ভুল ইঙ্গিতের প্রমাণ পাওয়া গিয়েছিল ২০২০ সালের বিহার ভোটে। এগজিটে ইঙ্গিত দিয়েছিল লালুপ্রসাদের রাষ্ট্রীয় জনতা দল জোটকে সঙ্গী করে ক্ষমতায় আসবে। কিন্তু দেখা যায় তার বদলে বিজেপি-জেডিইউ ক্ষমতায় এসেছিল। মুখ্যমন্ত্রী হন নীতীশকুমার। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস বিরোধী হাওয়ার মধ্যে এগজিট পোলের আগাম ইঙ্গিত ছিল বিধানসভা ভোটে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি। মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ভোটের ফলে এগজিট পোলের আগাম ইঙ্গিত ভুল প্রমাণিত হয়। ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রস। সাতাত্তরটি আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হয় বিজেপিকে। বিধানসভা ভোটের মতো ২০১৪ সালে এগজিট পোলের আগাম ভবিষ্যৎ বাণী ধোপে টেকেনি। এগজিট পোলে ইঙ্গিত দেওয়া হয়েছিল বিজেপি ২৪০টি আসনে জিততে চলেছে। যদিও ভোটের ফল বেরোলে দেখা যায় কংগ্রেস ২১৬টি আসন পেয়েছে। বিজেপির ঝুলিতে ১৮৭টি আসন। অন্যদিকে ২০১৪ সালে এগজিট পোলে বলা হয়েছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। তারা দুশো থেকে দুশো কুড়়িটি আসন পাবে। ভোটের ফল বেরোলে দেখায় বিজেপি তিনশোটিরও বেশি আসনে জিতেছে।    

 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!