Kerala Converted Woman Admits: তাঁকেও জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তর করে আইসিসে ঢোকানোর চেষ্টা হয়েছিল, দি কেরালা স্টোরি বিতর্কে মুখ খুললেন ধর্মান্তরিত মহিলা
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: বিতর্কিত ছবি দি কেরালা স্টোরিতে (Controversy On The Kerala Story) সত্যি ঘটনা তুলে ধরা হয়েছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) থেকে সাধারণ মানুষ- সারা দেশে তোলপাড় শুরু হয়েছে ছবিটি নিয়ে। প্রত্যেকের চর্চার বিষয় হয়ে উঠেছে বিতর্কিত ছবিটি। ছবিতে হিন্দু মহিলাদের জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তর, (Conversion To Islam) তারপর জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটে (Islamic State) যোগ দেওয়ার জন্য ব্রেনওয়াশের ঘটনা তুলে ধরা হয়েছে। আর তারপর থেকেই দেশের বিভিন্ন মহল থেকে শুরু হয়েছে বিতর্কের সুনামি। এর আগে বিজেপি নেতাদের অপ্রয়োজনীয় মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনিও সঙ্ঘ পরিবারের প্রচারমূলক ছবির পক্ষে সওয়াল করেছেন। প্রকাশ্যে বলেছেন ছবিটি সন্ত্রাসবাদের কুৎসিৎ সত্যিকে তুলে ধরেছে। কর্ণাটকে ভোট প্রচারে এসে কংগ্রেসকেও জঙ্গিদের সমর্থন করায় একহাত নিয়েছেন তিনি, যা কর্ণাটকে বিধানসভা ভোটের আগে বড় মাপের ইস্যু হয়ে উঠেছে।
যদিও
পাল্টা ছবিটি সঙ্ঘ পরিবারের প্রোপাগান্ডা মুভি বলে আসর গরম করে দিয়েছেন
অনেকেই। বামশাসিত কেরলের মুখ্যমন্ত্রী
পিনারাই বিজয়নের দাবি ছবিটি সত্যি ঘটনার ভিত্তিতে তৈরি করা হয়নি। তাঁর সঙ্গে সুর
মিলিয়েছেন আরও অনেক নেতা। আর এসবের মধ্যেই ছবিতে তুলে ধরা ঘটনাকে সমর্থন করে শ্রুতি
নামে কেরলের কাসারগড়ের এক মহিলা জানিয়েছেন, ছবিটিতে কোনও ভুল কিছু দেখানো হয়নি
(Kerala Converted Woman Admits) । তাঁকেও ইসলাম ধর্মে জোর করে
ধর্মান্তর করে আইসিসে যোগ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ছবিতে যা দেখানো হয়েছে, তা
সত্যি। এর জ্বলজ্যান্ত প্রমাণ তিনি। শ্রুতি জানিয়েছেন কলেজে তিনি মুসলিম ছাত্রীদের
সঙ্গে বন্ধুত্ব করার পর তাঁকে ইসলাম ধর্মে ধর্মান্তর করা হয়। একটি সংবাদমাধ্যমকে
ব্রাহ্মণ সন্তান শ্রুতি জানান তাঁর মুসলিম বান্ধবীরা তাঁকে ইসলাম ধর্ম নেওয়ার জন্য
তাঁকে জোরাজুরি করে। তাঁর নাম বদলে রাখা হয় রহমত। তিনি জানান তাঁর মুসলিম
বান্ধবীরা হিন্দু ধর্ম ও হিন্দুদের উৎসবকে ব্যঙ্গ করতো এবং বলতো ছেলে ও মেয়েরা
আলাদা জায়গায় বসতো এবং পর্দা মেয়েদের সুরক্ষা দিয়ে থাকে। মুসলিম ধর্মকে তারা সব
ধর্মের ওপর রাখতো। তাদের বিশ্বাস ইসলাম হচ্ছে একমাত্র সত্যিকারের আদর্শ। এর আগে রিভারসান-
হাউ আই কনভার্টেড টু ইসলাম অ্যান্ড রিটার্নড টু সনাতন ধর্ম নামে একটি ছবিতে নিজের
আত্মজীবনীতে লিখেছেন শ্রুতি। জানিয়েছিলেন তিনি এখনও ভাবতে গিয়ে শিউরে ওঠেন যে কলমা
পরে ইসলাম ধর্ম নেওয়ার পর তিনি অনেককিছু দেখেছেন। দেখেছেন পঁয়ষট্টি জন মহিলা
ধর্মান্তরিত হওয়া জন্য এসেছিলেন। এর মধ্যে বয়স্ক মহিলা, গর্ভবতী, ষোলো-সতেরো
বছরের তরুণী ছিল। দুই মেয়েকে নিয়ে এক মহিলা-সহ মোট পঁয়ষট্টিজন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন