New Karnataka Chief Minister: কর্ণাটকের মুখ্যমন্ত্রীর কুর্সিতে সিদ্ধারামাইয়া, সোনিয়ার হস্তক্ষেপে উপমুখ্যমন্ত্রী পদে ডিকে শিবকুমার

 


দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: কর্ণাটকে মুখ্যমন্ত্রী (New Karnataka Chief Minister) হচ্ছেন সিদ্ধারামাইয়া-ই (Siddharamaia) । উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার (DK Sib kumar)। চারদিন ধরে টানাপোড়েনের পর আজ বিকেলে নয়া মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে চলেছে কংগ্রেস। সূত্রের খবর, এ ব্যাপারে আনুষ্ঠানিক সমস্তই চূড়ান্ত এবং সমাধান খুঁজে বের করতে রাতভর আলোচনা চালিয়ে রফাসূত্র বের করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে। যার নিটফল মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে, এ নিয়ে গত চারদিন ধরে চলা সমস্ত জল্পনার ইতি। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াকে কংগ্রেস পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। এবং মন্ত্রিসভায় কারা কারা যোগ দেবেন, তা এরকম নিশ্চিত হয়ে গিয়েছে। তবে তিনি যে উপমুখ্যমন্ত্রীর পদের দায়িত্ব নেবেন,তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি ডিকে শিবকুমার। কংগ্রেস সিদ্ধারামাইয়াকে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর পদে নিযুক্ত করার জন্য ডিকে শিবকুমারের সম্মতি পেতে রীতিমতো লড়াই চালিয়ে গিয়েছে। সূত্রের খবর, বুধবার দিল্লিতে রাহুল গান্ধী এবং খারগে শিবকুমারকে রাজি করাতে দু ঘণ্টা তাঁর সঙ্গে জোরকদমে আলোচনা চালান। যদিও ওই বৈঠক নিষ্ফলা হয় বলেই সূত্রের খবর। 

পরের দফায় আবারও তাঁরা শিবকুমারের সঙ্গে বৈঠক করেন। প্রথম প্রস্তাব দেওয়া হয় তাঁকে রাজ্যের উপমুখ্যমন্ত্রী পদের পাশাপাশি রাজ্য কংগ্রেসের প্রধান হিসেবে বর্তমান দায়িত্ব দেওয়া হবে। তাঁর ঘনিষ্ঠদের ছটি পদ দেওয়ার প্রস্তাব হয়। এই প্রস্তাবের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর পদ নিয়ে টানাপোড়েনের ইতি ঘটানো। এর আগে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে দলের সভাপতি হতে বলা হয়েছিল তখন রাহুল এক ব্যক্তি এক পদ নীতির ওপর জোর দেন। কংগ্রেস সভাপতি হন মল্লিকার্জুন খারগে। দ্বিতীয় প্রস্তাব দেওয়া হয় সিদ্ধারামাইয়া ও শিবকূমারের মধ্যে ক্ষমতা ভাগাভাগি। সেই প্রস্তাব মতো প্রথম দু বছর মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব সামলাবেন সিদ্ধারামাইয়া এবং বাকি তিন বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাবেন শিবকুমার। সূত্রের খবর সিদ্ধারামাইয়া বা শিবকুমার কেউই দ্বিতীয় প্রস্তাবে রাজি হননি। গত চার বছর ধরে দলের হয়ে তাঁর কাজের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী পদের জন্য শিবকুমার বারবার দাবি চালিয়ে যান। চার বছর আগে এক ঝাঁক বিধায়ক শাসকজোটে চলে যাওয়ার পর তাঁরই উদয়াস্ত চেষ্টায় দলকে ফের আগের জায়গায় নিয়ে আসেন তিনি। তবে তাঁকে মুখ্যমন্ত্রীর পদ দেওয়া না হলে তিনি বিদ্রোহ করবেন, সে বিষয়টি উড়িয়ে দেন শিবকুমার। তিনি জানান দল যে দায়িত্ব দেবে, তাই তিনি করবেন। কংগ্রেস একটি ঐক্যবদ্ধ দল। তবে শেষপর্যন্ত সোনিয়া গান্ধীর হস্তক্ষেপেই শিবকুমার উপমুখ্যমন্ত্রী পদ মেনে নেন বলে সূত্রের খবর।   

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!