Agitating Wrestlers Will Immerse Their Medals: আজ সন্ধ্যেয় গঙ্গায় পদক বিসর্জনের সিদ্ধান্ত প্রতিবাদকারী কুস্তিগিরদের

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: একদিকে নতুন সংসদভবনের ঘটা করে উদ্বোধন। অন্যদিকে রাজধানীতে প্রতিবাদকারী মহিলা-সহ কুস্তিগিরদের একরকম নারকীয়ভাবে হেনস্থা। বেশ কিছুদিন ধরেই তাঁরা বিজেপি সাংসদ তথা দেশের কুস্তিগিরদের প্রধান ব্রিজমোহন শরণ সিংয়ের বিরুদ্ধে নাবালিকা-সহ মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার প্রতিবাদে দেশের পদকজয়ী কুস্তিগিরদের অবস্থান বিক্ষোভ চলছে। তাঁদের থামাতে পেশশক্তির প্রয়োগ করে দিল্লি পুলিশ। দুদিন আগে মহিলা কুস্তিগিরদের রাজপথে একরকম জোর করে তুলে দেয় তারা, যা দেখে লজ্জায় মুখ ঢাকার মতো পরিস্থিতির। 


পদকজয়ী কুস্তিগিরদের এমন হেনস্থার পরেও এখনও নীরব রয়েছে কেন্দ্রীয় সরকার। মুখ খুলতে দেখা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির হাই প্রোফাইল নেতাদের। তাঁদের এই লাগাতার হেনস্থার প্রতিবাদে প্রাপ্ত পদক বিসর্জন দেওয়ার পরিকল্পনা করেছেন কুস্তিগিররা। ঠিক সন্ধ্যে ছটা। সেসময়ই তাঁরা তাঁদের পদক বিসর্জন দেবেন উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গায়। (
Agitating Wrestlers Will Immerse Their Medals) নাবালিকা-সহ মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থা নিয়ে বিজেপি সাংসদ ও দেশের কুস্তিগির ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদ ঘিরে দেশ জুড়ে তোলপাড়ের মধ্যেই পদক গঙ্গায় বিসর্জন দেওয়ার ঘটনা ঘিরে শুরু হয়েছে চর্চা। প্রতিবাদী কুস্তিগিরেরা সিদ্ধান্ত নিয়েছেন পদক বিসর্জন দেওয়ার পর দিল্লির ইন্ডিয়া গেটের সামনে তাঁরা আমরণ অনশনের শামিল হবেন। কুস্তিগিররা জানিয়েছেন পদক বিসর্জন দেওয়ার পর তাঁদের জীবনের কোনও মানে থাকবে না। তবু তাঁরা আত্মসম্মান নিয়ে আপোস করবেন না।   

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!