Twenty Six Kerala Women Reveals: দি কেরালা স্টোরি - আমাদের জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তর করা হয়েছিল, সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন কেরলের ছাব্বিশ তরুণী
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: দি কেরালা স্টোরিতে (The Kerala Story) কেরল থেকে বত্রিশ হাজার তরুণীর ইসলাম ধর্মে ধর্মান্তর (Radicalisation To Islam) এবং আইসিস জঙ্গিগোষ্ঠীতে যোগ দেওয়া নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। সমালোচনা-সমর্থনে তোলপাড় সারা দেশ। জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। দাবি উঠেছে কেরলে বত্রিশ হাজার তরুণীর আইএস জঙ্গি গোষ্ঠীতে যোগ দেওয়ার ঘটনা অসত্য। তবে এসবের মধ্যেই যেমন রাজনৈতিক তরজা চরমে উঠেছে,তেমনই ব্লক বাস্টার ছবিটি বিপুল আর্থিক সাফল্য পেয়েছে। ঝোড়ো বিতর্কের মধ্যেই বুধবার বান্দ্রার রং শারদা হলে ইসলাম ধর্মান্তরের শিকার ছাব্বিশজন তরুণীকে (Twenty Six Kerala Women Reveals) সংবাদমাধ্যমের সামনে হাজির করলেন ছবির নির্মাতারা।
এইসব তরুণীকে
মূলত আনা হয়েছিল কেরলের কোচি থেকে। তাঁদের মধ্যে শ্রুতি নামে এক তরুণী, যিনি
আরশা বিদ্যা সমাজমে যুক্ত, তিনি প্রচার মাধ্যমকে জানালেন কীভাবে তাঁদের সংগঠন
কেরলে সাত হাজার হিন্দু তরুণীকে ইসলাম ধর্মান্তরের নাগপাশ থেকে ফের হিন্দু ধর্মে
ফিরিয়ে এনেছে। বত্রিশ হাজার অমুসলিম তরুণীকে ইসলাম ধর্মে ধর্মান্তরণ করা নিয়ে
প্রবল সমালোচনার জবাবে প্রযোজক বিপুল শাহ জানান এই সাংবাদিক সম্মেলন বিপুল
সংখ্যায় ইসলাম ধর্মে ধর্মান্তরণ নিয়ে দাবিকে প্রমাণ করার ব্যাপারে এই প্রচেষ্টা
একটি শুরুমাত্র। শুধু কেরল নয়, দেশজুড়ে বিশাল সংখ্যায় ইসলাম ধর্মে ধর্মান্তরণ
হয়েছে। সাংবাদিক বৈঠকে প্রযোজক ঘোষণা করেন ছবির নির্মাতারা মেয়েদের সুরক্ষার
জন্য একান্ন লক্ষ টাকা দান করেছেন। পরিবারের সবাইকে নিয়ে দি কেরালা স্টোরি দেখার
অনুরোধও করেছেন তিনি। বলেন ছবিটি শুধু তিনটি মেয়ের কাহিনি নিয়েই নয়, ভারত জুড়ে
হাজার হাজার তরুণীর ভাগ্যের ওপর আলোকপাত করা হয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন