Massive Win For Congress: কর্ণাটক জয় কংগ্রেসের, মুখ্যমন্ত্রী পদে সিদ্ধারামাইয়া না ডিকে শিবকুমার, জল্পনা তুঙ্গে
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: কংগ্রেস ইন, বিজেপি আউট (Massive Win For Congress)। ধর্ম কিংবা হিন্দুত্ব নয়। বজরং দল বা দি কেরালা স্টোরির সুড়সুড়িও ফ্লপ। কর্ণাটকে বিধানসভা ভোটে পুরোপুরি ব্যর্থ হল মোদীর তথাকথিত ক্যারিশমা। মার খেল যাবতীয় দৌড়ঝাঁপ। বদলে দুর্নীতি, জিনিসপত্রের আগুন দাম, বেকারত্বে ভোগার জবাব দিলেন কর্ণাটকের মানুষ। মাঠে মারা গেল প্রধানমন্ত্রীর মাটি কামড়ে থেকে কন্নড়ভূমে হিন্দুত্ব তাসের রাজনীতি। কাজে এল না হাইভোল্টেজ প্রচারও। বহু চর্চিত কর্ণাটক ভোটের ফল বোঝাল সে রাজ্যের মানুষ আসলে কি চায়। এগজিট পোলের ইঙ্গিত মতোই দক্ষিণের কন্নড়ভূম হাতছাড়া হল বিজেপির। শেষ খবর পাওয়া পর্যন্ত কংগ্রেস জিতেছে ১৩৬টি আসনে।
অনেক পিছিয়ে থেকে বিজেপির দখলে ৬৪টি আসন, জেডিএস ২০টি আসন। গতবারের তুলনায় ৫৭টি আসন বেড়েছে কংগ্রেসের। বিজেপির আসন কমেছে ৪০টি আসন। একক নিরঙ্কুশ দল হিসেবে কর্ণাটকে সরকার গড়তে চলেছে কংগ্রেস। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই বিশাল জয়ের পর জানিয়েছেন ঘৃণার বাজার বন্ধ হয়ে গিয়েছে, ভালোবাসার দোকান খুলেছে। এদিন সকালে ভোটে এগিয়ে থাকার ট্রেন্ডে কংগ্রেস এগিয়েছিল। বেলা যত বেড়েছে, ততই এগিয়ে থাকার ট্রেন্ডে কংগ্রেস ওপরের দিকে উঠে যায়। কোনও কোনও সময় তাদের আসন সংখ্যা কমে যায়। কিন্তু দিনের শেষে দেখা যায় কংগ্রেস মোট ১৩৭টি আসন জিতেছে। বিজেপির বরাতে ৬৪টি। তবে মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে সম্ভবত সমস্যায় পড়তে হতে পারে কংগ্রেসকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া না ডিকে শিবকুমার হবেন, বিপুল জয়ের পর তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন