Texas Shooting: টেক্সাসে শপিং মলে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের, পাঁচ বছরের শিশুসহ নিহত নয়

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: নারকীয়! আমেরিকার টেক্সাসের (Texas Shooting) ডালাসের কাছে একটি মলে এলোপাথাড়ি গুলি চালিয়ে আটজনকে খুন করল এক বন্দুকবাজ (Killed Seven Shoppers)। পরে সে নিজেও গুলি চালিয়ে আত্মঘাতী হয়। নিহতদের মধ্যে এক পাঁচ বছরের শিশু সহ নিহতদের অধিকাংশই অল্পবয়স্ক। ডালাসের উত্তর থেকে চল্লিশ কিলোমিটার দূরে অ্যালেন প্রিমিয়াম আউটলেটে সপ্তাহান্তে শপিং করতে এসেছিলেন বহু মানুষ। মোটামুটি ভিড় ছিল শপিং মলে। অ্যালেনের পুলিশ বিভাগের প্রধান ব্রায়ান হার্ভে জানিয়েছেন গুলি চালনার সময় মলে ছিলেন এক পুলিশ অফিসার। সেখানে ফোন পেয়ে তিনি উপস্থিত ছিলেন। গুলিবৃষ্টির শব্দ পেয়ে ওই অফিসার সেখানে গিয়ে সন্দেহভাজনকে নিরস্ত করেন তিনি। বন্দুকবাজের পরিচয় অবশ্য জানা যায়নি। নরমেধ শেষ করে সে আত্মহত্যা করার পর তার দেহ মলের ধারে পড়েছিল। খবর পেয়ে মলে ছুটে আসে আরও অনেক পুলিশ। তারা অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে আসে। স্থানীয়দের হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। চারজনের অবস্থা স্থিতিশীল। তিনজনের জটিল অস্ত্রোপচার হয়েছে। 


টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এই গণহত্যাকে অবর্ণনীয় ট্র্যাজেডি বল বর্ণনা করেছেন। হোয়াইট সূত্রে জানানো হয়েছে এই মারণলীলা নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন সংবাদমাধ্যমের কাছে বক্তব্য রেখেছেন। রিপাবলিকান কংগ্রেস সদস্য মলে উপস্থিত পুলিশ অফিসারের সাহসের প্রশংসা করে জানিয়েছেন গুলি চালনার সময় সেখানে তিনি তৎক্ষণাৎ ছুটে গিয়ে পরিস্থিতি শান্ত করেছেন। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে মলের পার্কিং লটে একটি সেডান গাড়ি থেকে ওই বন্দুকবাজ নেমে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেছে। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ ওই বন্দুকবাজ একা নয়। আরও একজন সঙ্গে ছিল। পরে অবশ্য তাদের ভুল ভাঙে। তারা জানায় একজনই ওই নরমেধ চালিয়েছে। মেডিকেল সিটি হেলথকেয়ারের মুখপাত্র জ্যানেট জেমস জানিয়েছেন তাঁরা আটজন জখম ব্যক্তিকে ভর্তি করেছেন। তাঁদের বয়েস পাঁচ থেকে একষট্টি বছরের মধ্যে।      


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!