Allegation By Producer: দি কেরালা স্টোরি নিষিদ্ধ করে জঙ্গিদের আড়াল করছেন মমতা, বিস্ফোরক ছবির প্রযোজক!
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: দি কেরালা স্টোরি (The Kerala Story) প্রদর্শন বন্ধ করে জঙ্গিদেরই আড়াল করছে পশ্চিমবঙ্গ আর তামিলনাডু সরকার। এমনই বিস্ফোরক অভিযোগ বিতর্কিত ছবির প্রযোজকের (Allegation By Producer)। প্রযোজক বিপুল অম্রুতলাল শাহ ছবিটি দেখার জন্য এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ জানিয়েছেন। তাঁর আশা ছবিটি দেখলে মুখ্যমন্ত্রীর ভুল ধারণা দূর হয়ে যাবে। পশ্চিমবঙ্গের মতো দক্ষিণের তামিলনাডুও ছবিটি প্রদর্শনে রাজি হয়নি। ডিএমকে সরকার সরাসরি না বললেও অশান্তির আশঙ্কায় সে রাজ্যের হল মালিকরা ছবিটি দেখাতে রাজি হয়নি। যদিও দেশের সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে সব রাজ্যই যখন ছবি প্রদর্শনে বাধা দেয়নি, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের বাধা কোথায়।
ছবির প্রযোজকের মতে, পশ্চিমবঙ্গ ও তামিলনাডু
সুপ্রিম কোর্টকে অসম্মান করেছে। গত এক পক্ষকাল ধরে ছবিটি নিয়ে দেশ জুড়ে বিতর্ক
শুরু হয়েছে। সুদীপ্ত সেন পরিচালিত ছবিতে কেরলে বত্রিশ হাজার তরুণীর ইসলাম ধর্মে
ধর্মান্তর ও আইসিসি জঙ্গি দলে যোগ দেওয়ার কথা রয়েছে। যা নিয়ে শুরু হয় প্রতিবাদ।
পরে অবশ্য বত্রিশ হাজারের জায়গায় তিন জন কেরলের তরুণীর ঘটনা দেখানো হয়। ছবিটিকে প্রচারমূলক
বলে অনেকেই মত জানান। তবে ইতিমধ্যেই বক্স অফিসে হিট করেছে দি কেরালা স্টোরি।
আড়াই কোটি টাকা লক্ষ্মী লাভ হয়েছে। পাশাপাশি তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।
বিরোধী দলের দাবি, বিজেপির সহায়তায় ছবিটি তৈরি করা হয়েছে। আর তাদের দাবিকে
মান্যতা দিয়ে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে ছবিটি করমুক্ত করা হয়েছে। ছবিতে
তারকা না থাকলেও এরই মধ্যে আড়াইশো কোটি টাকা টিকিট বিক্রি থেকে ঘরে এসেছে।
বিতর্কের আবহেই প্রযোজকের দাবি ছবিতে সাহসের সঙ্গে সত্যিকারের ঘটনা তুলে ধরা
হয়েছে। দর্শকরা যদি কেরলে ট্র্যাজেডির এমন উন্মোচন হতে দেখেন, তাহলে ছবিটি সবাইকে
অবাক করবে। তবে ছবিটি এমন ব্যাপক সাড়া ফেলবে, তা তাঁরা আন্দাজ করতে পারেননি বলে
জানিয়েছেন প্রযোজক।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন