Rahul Gandhi Sitting In Truck: হাইওয়েতে ট্রাকচালকের আসনে রাহুল গান্ধী, জানলেন তাদের অভাব অভিযোগ,সমস্যার কথা!

 


দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: রাতের বেলা হাইওয়ে দিয়ে চলেছে ট্রাক (Truck Was Plying On Highway)। রাস্তা দিয়ে যাওয়া একটি ট্রাকচালকের আসনে বসে আছেন যিনি, তাঁকে দেখে রীতিমতো ভিমরি খাওয়ার জোগাড় রাস্তা দিয়ে ছুটে চলা অন্য চালকদের। তাঁরা চোখ কচলে দেখলেন তাঁদের লরিকে পাস কাটিয়ে যে লরিটি চলে গেল, সেই ট্রাকের চালকের আসনে বসে ট্রাক চালাচ্ছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi Sitting In Truck)। সহকারী চালকের আসনে কংগ্রেস নেতার বসে থাকা ও যেসব ট্রাক তাঁদের ট্রাক পেরিয়ে যাচ্ছিল, তাদের দিকে হাত নাড়ার দৃশ্যের ভিডিও ভাইরাল হয়। কংগ্রেস সূত্রের খবর, প্রবীণ কংগ্রেস নেতা সিমলা যাচ্ছিলেন এবং হিমাচল প্রদেশের রাজধানীতে মা সোনিয়ার সঙ্গে কিছুটা সময় কাটান। 

যাওয়ার পথে রাহুল হরিয়ানার সোনিপথে ট্রাকচালকদের সঙ্গে দেখা করেন এবং আম্বালায় ট্রাকে চড়ে যান তিনি। যাওয়ার পথে ট্রাকচালকদের সঙ্গে কথা বলে তাদের কাজ ও সমস্যার কথা জানার চেষ্টা করেন। কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডেলে ট্রাকে চড়া রাহুলের ভিডিও পোস্ট করা হয়। সংবাদপত্রের খবর, এদেশের রাস্তায় নব্বই লক্ষের কাছাকাছি ট্রাক চলে। তাদের প্রত্যেকেই নিজের নিজের সমস্যায় রয়েছে। রাহুল গান্ধী তাদের মন কি বাত শুনেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত নিয়ে বেতার সম্প্রচারকে খোঁচা মেরেই এই কথা জানিয়েছে কংগ্রেস। দলীয় সূত্রের খবর, এটি তাঁর আচমকাই সিদ্ধান্ত। কর্ণাটক ভোটের আগে বেঙ্গালুরুতে সাধারণ মানুষের সঙ্গে বার্তা বিনিময়ের মতো এটি নয়। এ মাসের শুরুতে রাহুলকে বেঙ্গালুরু মেট্রোপলিটব ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে চড়ে মহিলাদের কথা বলে কর্ণাটক নিয়ে তাদের চিন্তাভাবনা জানতে দেখা গিয়েছিল। কন্যাকুমারী থেকে শ্রীনগর পর্যন্ত ভারত জোড়ো যাত্রায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সাধারণ মানুষের সঙ্গে আলাপ আলোচনা, তাদের সমস্যা নিয়ে আলোচনা করতে দেখা যায়।     

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!