BJP Minister Involved In Scuffle Publicly: উত্তরাখণ্ডের হৃষিকেশে রাস্তায় নেমে হাতাহাতিতে জড়ালেন বিজেপিমন্ত্রী !


দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত। প্রকাশ্য দিবালোকে ভিড়ে ঠাসা রাস্তায় নেমে হাতাহাতি শুরু করে দিয়েছেন বিজেপির মন্ত্রী (BJP Minister Involved In Scuffle Publicly) বিজেপিশাসিত উত্তরাখণ্ডের হৃষিকেশে (Uttarakhanda)  এক ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়ে তাঁকে চড়, ঘুসি মারলেন মন্ত্রী প্রেমচাঁদ আগরওয়াল। গোটা ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় ব্যাপক হইচই শুরু হয়েছে। ভিডিও ক্লিপে দেখা যায় বিজেপি মন্ত্রী ও তাঁর নিরাপত্তা কর্মী ওই ব্যক্তিকে মারধর করছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর দেরাদুনের এসপিকে সাক্ষ্যপ্রমাণ ও ঘটনার ভিত্তিতে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও পুলিশ মন্ত্রীর হাতে নিগৃহীত ব্যক্তিকে গ্রেফতার করেছে। এই ঘটনার তীব্র নিন্দা করে বিরোধী দল কংগ্রেসের বিধায়ক ভুবন কাপরি জানিয়েছেন, মন্ত্রী যাকে মারধর করেছে,তাকেই গ্রেফতার করা হয়েছে। এতে উত্তরাখণ্ডের ঔদ্ধত্য সামনে এসে পড়েছে। এই রাজ্যে একজন মন্ত্রীকে তাঁর ক্ষমতা অপব্যবহার করতে দেখি গিয়েছে। নিগৃহীত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তার সঙ্গে পরিবারের লোকজনদের দেখা করতে দেওয়া হয়নি। কড়া সমালোচনার পরেই ভিডিওয় মন্ত্রী আগরওয়াল ঘটনার ব্যাখ্যা করে জানিয়েছেন তাঁকে মৌখিকভাবে অনেক বাজে কথা বলার পর শারীরিকভাবে আক্রমণের পর তিনি এমন পদক্ষেপ নিয়েছেন। তবে প্রকাশ্যে কোনও মন্ত্রীকে হাতাহাতির ঘটনা প্রথম বলে জানা গিয়েছে।  

 

 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!