Supreme Court Cautioned ED: তদন্তের নামে ভীতির পরিবেশ তৈরি করা যাবে না, ইডিকে তুমুল ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: তদন্তের নামে ভীতির পরিবেশ সৃষ্টি করা যাবে না। ইডিকে ( Supreme Court Cautioned ED) ঠিক এই ভাষাতেই সতর্ক করল দেশের শীর্ষ আদালত। ছত্তিশগড় সরকারের একাধিক আবগারি বিভাগের আধিকারিক ইডির বিরুদ্ধে ভয় দেখানো নিয়ে অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় এজেন্সিকে (Central Investigation Agency) এই হুঁশিয়ারি দিয়েছে সুপ্রিম কোর্ট। আবগারি আধিকারিকদের অভিযোগ, ইডি তাদের ভয় দেখিয়ে চলেছে এবং একইসঙ্গে আবগারি অনিয়মের ঘটনায় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে ফাঁসানোর কথা বলে চলেছে। শীর্ষ আদালতে ছত্তিশগড় সরকারের দাখিল করা আবেদনের শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট বিচারপতি এসকে কাউল ও এ আমানুল্লাকে নিয়ে গড়া বেঞ্চ এই মন্তব্য করে। ভিএমজে চেম্বারের মাধ্যমে ছত্তিশগড় সরকার ওই আবেদনের পার্টি করার অনুমতি চেয়ে আবেদন করেছিল।

 ছত্তিশগড় সরকারের অভিযোগ একাধিক রাজ্য আবগারি আধিকারিকরা তাদের কাছে অভিযোগ করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট তাঁদের ও পরিবারকে গ্রেফতারের হুমকি দিয়ে চলেছে এবং মুখ্যমন্ত্রীকে এই মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখাচ্ছে। ছত্তিশগড় সরকারের তরফে প্রবীণ আইনজীবী শীর্ষ আদালতে জানান ইডি উন্মত্তের মতো আচরণ করে চলেছে এবং আবগারি অফিসারদের হুমকি দিয়ে চলেছে। এটি ভয়াবহ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও ইডির তরফের আইনজীবীরা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁরা জানান ইডি আবগারি নিয়ে অনিয়মের তদন্ত করছে। প্রসঙ্গত, এর আগে পশ্চিমবঙ্গ-সহ অবিজেপি রাজ্যগুলি কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসছিল। এবার তা নিয়ে সুপ্রিম কোর্টে গেল কংগ্রেস শাসিত রাজ্য ছত্তিশগড়। 
 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!