Menstrual Hygiene Ad By Smriti Irani: এনিয়ে আলোচনায় দোষ কি, পঁচিশ বছর আগের রজঃনিবৃত্তির বিজ্ঞাপন পোস্ট করে প্রশ্ন স্মৃতি ইরানির

 


দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় প্রতি মুহূর্তে সক্রিয় তিনি। সময় পেলেই দারুণ দারুণ পোস্ট করে সবাইকে তাক লাগিয়ে দেন। তাঁর প্রতিদিনকার জীবনযাপনের নানা ঘটনা ও কাজ পোস্টও করেন তিনি। সম্প্রতি আজ থেকে পঁচিশ বছর আগের এই নামী সংস্থার রজঃস্বলা নিয়ে বিজ্ঞাপন Menstrual Hygiene Ad By Smriti Irani) পোস্ট করেছেন তিনি, যে বিজ্ঞাপনটি করেছিলেন তিনি নিজেই। আর সেই বিজ্ঞাপনটি মেয়েদের রজঃস্বলার সময় স্বাস্থ্য সচেতনতা নিয়ে। এবং তা নিয়ে যে লুকোছাপা ছিল, তা উড়িয়ে দিয়েই সে সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছিলেন তিনি। এই তিনি কে, নিশ্চয় সেভাবে চিনতে পারছেন না। কেউ কেউ হয়তো চিনতে পেরেছেন। এই তিনি হলেন কেন্দ্রের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি (Central Minister Smriti Irani)। যে ক্লিপিংটি তিনি শেয়ার করেছেন সেটি একটি টিভির বাণিজ্যিক বিজ্ঞাপন, তাতে তাঁকে মেয়েদের মাসের বিশেষ পাঁচটি দিন নিয়ে সবিস্তারে আলোচনা করেছেন মন্ত্রী। অর্থাৎ একজন মহিলার ঋতুচক্রের বিষয়টি উল্লেখ করে তা নিয়ে নানা দরকারি কথা জানিয়েছেন তিনি।

 সাদা কালো টিভির বিজ্ঞাপনে মন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, মাসিক হল ঈশ্বরের সৃষ্টি করা একটি পথ, যা আমাদের মনে করিয়ে দেয় তুমি বড় হয়েছো এবং তোমার জ্ঞানও অনেকটা হয়েছেন। সেইসঙ্গে জানিয়েছেন প্রতিটি মেয়ের জীবনেই এমন ঘটনা ঘটে, এটা খুব সাধারণ একটা ব্যাপার। ভিডিওটি পোস্ট করে ইরানি লিখেছেন পঁচিশ বছর আগে একটি বড় সংস্থার হয়ে তিনি প্রথম বিজ্ঞাপন করেছিলেন। বিযয়টি মোটেই শৌখিন ছিল না। বাস্তবিক স্যানিটারি প্যাডের বিজ্ঞাপন করার ব্যাপারে অনেকেই নাক শিঁটকোতেন। তাঁদের ধারণা এ ধরণের বিজ্ঞাপন করলে গ্ল্যামার দুনিয়ায় টিঁকে থাকা যাবে না। এই ধরণের বিজ্ঞাপন করলে গ্ল্যামার মডেলদের কেরিয়ারের অপমৃত্যু হবে। কিন্তু তিনি তাতে পিছিয়ে আসেননি। কেন মাসিকের আগের স্বাস্থ্যসচেতনতা নিয়ে কিছু বলা হলে তাতে নিষেধাজ্ঞার আঙুল উঠবে। তবে তারপর তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। পোস্টে বাড়তি হিসেবে মন্ত্রী ইরানি লিখেছেন, সেসময় তিন রোগা ছিলেন। তবে সেটা কেউ যেন তাঁকে মনে না করিয়ে দেন। মন্ত্রী এই পোস্ট এক লাখেরও বেশি ভিউ হয়েছে। লাইক হয়েছে এগারো হাজার! উচ্ছ্বাসে ফেটে পড়েছেন নেটিজনরা।   

 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!