NEET Exam: Bra Controversy: চেন্নাইয়ে নিট পরীক্ষায় মহিলা পরীক্ষার্থীদের অন্তর্বাস খোলার নির্দেশ ঘিরে বিতর্ক,অশান্তি

 


দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: নিট পরীক্ষায় অন্তর্বাস বিতর্কে ( NEET Exam: Bra Controversy) ফের উত্তাল হল তামিলনাডুর চেন্নাই। রবিবার মেডিকেল প্রবেশিকা (Examination Hall)পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে কয়েকজন মহিলা পরীক্ষার্থীকে তাদের অন্তর্বাস খুলতে বলা হয়। তারপরই দানা বাধে বিতর্ক (Erupted Controversy)। দেখা দেয় অশান্তি। চেন্নাইয়ের নিট পরীক্ষা কেন্দ্র থেকে পাওয়া খবরে জানা গিয়েছে এক মহিলা পরীক্ষার্থীকে হলে ঢোকার আগে পোশাক বিধি অনুসারে তাকে অন্তর্বাস(ব্রা) খুলে ফেলতে বলা হয়। এরপর এ ধরণের আরও অনেক খবর পাওয়া যায় যেখানে মহিলা পরীক্ষার্থীদের হলে ঢোকার আগে হলের বাইরে অন্তর্বাস খুলে ফেলার কথা বলা হয়। এরপরই সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে প্রতিবাদের ঝড় আছড়ে পড়ে। নিট পরীক্ষায় কঠোর পোশাক বিধির কারণে মহিলা পরীক্ষার্থীদের জোর করে কাছাকাছি দোকানগুলি থেকে ব্রা কিনে পোশাক পাল্টে আসতে বলা হয়। তাদের অন্তর্বাস বা ব্রা খুলতে বলা হয়। এক মহিলা পরীক্ষার্থীকে কুর্তা খুলে তা পরতে বলে হলের কর্তৃপক্ষ। 

একটি সংবাদমাধ্যমের এক সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় চেন্নাইয়ের নিট পরীক্ষা কেন্দ্রের একটি ঘটনা পোস্ট করেন। ওই পোস্টে জানানো হয় চেন্নাইয়ের মহিলা পরীক্ষার্থীদের অন্তর্বাস (ব্রা) না পরে পরীক্ষা দিতে নির্দেশ দেওয়া হয়। পরীক্ষা চলাকালীন এক পরীক্ষার্থীকে তার অন্তর্বাস খুলে ফেলতে বলা হয়। টুইটে তাঁর ওই পোস্ট নিয়ে সমালোচনার ঝড় ওঠায় ওই সাংবাদিক পোস্টটি তুলে নেন। প্রসঙ্গত গতবছরও এ ধরণের পরিস্থিতি তৈরি হয়। বহু মহিলা পরীক্ষার্থী অভিযোগ করেছিলেন কঠোর পোশাকবিধি ও নিরাপত্তার কারণে তাঁদের রাস্তার মাঝখানে পোশাক পাল্টানোর নির্দেশ দেওয়া হয়েছিল। নিট ২০২৩ সালের পোশাক বিধি অনুযায়ী পরীক্ষার্থীদের শুধু হাফ হাতা জামা ও ট্রাউজার পরার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের জুতোও না পরার কথা জানানো হয়। বদলে চটি পরার নির্দেশ দেওয়া হয়। কোনও ধাতব জিনিস নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়।  

 

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!