Manipur : Congress Attacked Narendra Modi: অগ্নিগর্ভ মণিপুর, কর্ণাটকে ভোট-প্রচারে ব্যস্ত মোদীকে নিশানা কংগ্রেসের

 


দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: সামনেই কর্ণাটকে বিধানসভা ভোট। আর সেজন্য অগ্নিগর্ভ মণিপুরকে গ্রাহ্যে না এনে ভোট প্রচারে ব্যস্ত হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক হাত নিল কংগ্রেস(Manipur : Congress Attacked Narendra Modi)। সেইসঙ্গে উত্তরপূর্বে আইনশৃঙ্খলা রক্ষায় পুরোপুরি ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি করল তারা (Demanded Resignation Of Amit Shah)। আদিবাসী ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সঙ্ঘর্ষের জন্য মণিপুরে রাষ্ট্রপতির শাসনেরও দাবি তুলেছে কংগ্রেস (President Rule Demanded In Manipur)। দলের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে জানান, মোদীজী, আপনি দেশের একজন নির্বাচিত প্রধানমন্ত্রী। কর্ণাটকের মানুষ মণিপুরে কী ঘটছে তা দেখছে। তারা চান অগ্নিগর্ভ মণিপুরকে আপনার রক্ষা করা উচিত। সেখানে প্রথমে শান্তি ফেরানোটাই জরুরি। কর্ণাটকে গিয়ে ভোট চাওয়াটা তাঁর কর্তব্যের পরিপন্থী।

 তাঁরা তাঁকে মনে করিয়ে দিতে চান ওসবের বদলে তাঁর কর্তব্য হল মণিপুরে রক্ষা করা। কংগ্রেসের মুখপাত্রের অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন। সেইসঙ্গে অসম ও মিজোরামের পুলিশ বাহিনীর মধ্যে সঙ্ঘর্ষ এবং মহারাষ্ট্র ও কর্ণাটকের মধ্যে সীমান্ত বিতর্কের বিষয় তিনি উল্লেখ করেন। তাঁর প্রশ্ন তিনি যে পদে আছেন, সেই পদের নৈতিক অধিকার কী। আসলে ৩৫৬ ধারা কার্যকর করে অবিলম্বে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা দরকার। এবং ওই রাজ্যে শান্তি ফিরিয়ে আনা। বুধবার মণিপুর হিংসার আগুনে জ্বলে ওঠে। রাতারাতি দুই সম্প্রদায়ের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণে অগ্নিগর্ভ হয় রাজ্য। মেতেই সম্প্রদায়কে আদিবাসী মর্যাদা দানের বিরুদ্ধে নাগা ও কুকি আদিবাসীদের আদিবাসী সমর্থন মিছিলের পরেই রাজ্যজুড়ে তীব্র হিংসাত্মক সঙ্ঘর্ষ শুরু হয়। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাওয়ায় মণিপুর সরকার পরিস্থিতি চরমে পৌঁছলে দেখা মাত্র গুলির নির্দেশ দেয়। হিংসাত্মক ঘটনার জেরে বিভিন্ন গ্রামগুলি থেকে ন হাজার মানুষ গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছে।

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!