Drunken Police Attacked: দিল্লিতে মাঝরাতে প্রতিবাদকারী কুস্তিগিরদের ওপর “মদ্যপ” পুলিশের হামলার অভিযোগ!
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: ভারতীয় কুস্তিগির অ্যাসোসিয়েশনের প্রধান বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার (Sexual Harassment By BJP MP)। অভিযোগে গত কয়েকদিন ধরেই ফুটছে রাজধানী। এবার যন্তরমন্তরে প্রতিবাদকারীদের ওপর পেশিশক্তি প্রয়োগের অভিযোগ উঠল দিল্লি পুলিশের বিরুদ্ধে। শুধু পেশিশক্তির প্রয়োগই নয়, মাঝরাতে মদ্যপ অবস্থায় তাঁদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করলেন কুস্তিগিররা (Drunken Police Attacked)। কুস্তিগিরদের অভিযোগ রাতে তাঁরা যখন প্রতিবাদস্থলে ফোল্ডিং বিছানা আনতে চেয়েছিলেন,তখন পুলিশ তাঁদের নিগ্রহ করে। এই ঘটনায় বেশকিছু কুস্তিগিরদের মাথায় আঘাত লাগে বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে দুজন সংজ্ঞা হারিয়ে ফেলেন। দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে আম আদমি পার্টির বিধায়ক সোমনাথ ভারতী অনুমতি না নিয়ে ফোল্ডিং বিছানা নিয়ে প্রতিবাদস্থলে পৌঁছন।
পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি
হয়। এরপরই আপ নেতা ও আরও দুজনকে আটক করে পুলিশ। ভিডিওয় দেখা যায় কয়েকজন
প্রতিবাদকারী পুলিশের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় আক্রমণ চালানোর অভিযোগ করছেন।
প্রাক্তন ওলিম্পিয়ান কুস্তিগির রাজবীর জানান ধর্মেন্দ্র নামে এক মদ্যপ পুলিশকর্মী
ভিনেশ ফোগতকে হেনস্থা করেছে। ওলিম্পিয়ান ও কমনওয়েলথ গেমসে সোনার পদকজয়ী গীতা
ফোগতের অভিযোগ পুলিশের মারে তাঁর ভাই দুষ্মন্তের মাথা ফাঁক হয়ে গিয়েছে। কান্নায়
ভেঙে পড়ে সোনার পদকজয়ী ভিনেশ ফোগত বলেন তাঁরা কেউই অপরাধী নন যে তাঁদের সঙ্গে
এমন আচরণ করা হবে। যদি তাঁদের খুন করতে ইচ্ছে হয়, তাহলে খুন করা হোক। ওলিম্পিকে
ব্রোঞ্জ পদকজয়ী বজরং পুনিয়া জানিয়েছেন তিনি সরকারের কাছে অনুরোধ করছে সরকার যেন
তাঁর জেতা ফিরিয়ে নিক। মাঝরাতে পুলিশ-কুস্তিগিরদের মধ্যে সংঘর্ষের পর বিশাল সংখ্যক
পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে। গোটা এলাকায় ব্যারিকেড করার পাশাপাশি প্রচার
মাধ্যমকে কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। বেশি রাতের দিকে সেখানে যান কংগ্রেস নেতা
দীপেন্দ্র সিং হুডাকে। তিনি দাবি করেন পুলিশ তাঁকে আটক করে বসন্ত বিহার থানায় নিয়ে
যায়। এদিন সুপ্রিম কোর্টে কুস্তিগিরদের আবদনের শুনানি হতে চলেছে।
.

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন