BJP Returns Power In Karnataka: কর্ণাটকে ফের ক্ষমতায় আসছে বিজেপি? কী বলছে সমীক্ষা
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: কর্ণাটক বিধানসভা ভোটে (Karnataka Assembly Election) একক বৃহত্তম দল হিসেবে জিততে চলছে বিজেপি (BJP Returns Power In Karnataka)। জি নিউজ-মাট্রিজের করা সমীক্ষায় এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। সমীক্ষায় জানানো হয়েছে কর্ণাটকের বিধানসভা ভোটে বিজেপি ১০৩-১১৮টি আসনে জয়লাভ করবে। ভোট সমীক্ষায় কংগ্রেসের ঝুলিতে ৮২ থেকে ৯৭টি আসন জুটতে পারে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি দেবেগৌড়ার জনতা দল (সেকুলার) আঠাশ থেকে তেত্রিশটি আসন পেতে পারে বলে ভোটসমীক্ষায় জানানো হয়েছে। অন্যান্যদের দখলে ১ থেকে ৪টি আসন হতে পারে সমীক্ষায় ইঙ্গিত মিলেছে। ভোটের শতকরা হিসেবে বিজেপির বরাতে ৪২ শতাংশের বেশির ভাগটাই পাওয়ার সম্ভাবনা প্রবল।
অন্যদিকে কংগ্রেস ৪১ শতাংশের অনেক
দূরে থাকবে বলে জানানো হয়েছে সমীক্ষায়। শতাংশের হিসেবে জেডিএস ১৪ শতাংশ পেতে পারে।
বাকিরা তিন শতাংশের কাছাকাছি পাবে বলে সমীক্ষায় ইঙ্গিত মিলেছে। আগামী দশ তারিখে
হতে চলেছে কর্ণাটক বিধানসভা ভোট। ফল জানা যাবে ১৩ তারিখে। যদিও এই ভোট সমীক্ষাকে
গুরুত্ব দিতে চায়নি কংগ্রেস। তাদের দাবি, তারাই কর্ণাটক বিধানসভা ভোটে জিতে সরকার
গড়বে। দুর্নীতি ইস্যুতে বিজেপি সরকারের পতন হবে বলে জানিয়েছে তারা। তবে সব কিছু
জানা যাবে আগামী ১৩ মে। সেদিনই বোঝা যাবে বিজেপি ফিরছে, না কংগ্রেস দখল করছে
দক্ষিণের ওই রাজ্যের মসনদ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন