Abhisek Banerjee Is Like Lord Hanuman: অভিষেক প্রভু হনুমানের মতো, লেজের আগুনে মমতার সাম্রাজ্য পুড়িয়ে ছারখার করে দেবে, মন্তব্য বিজেপি নেতার

 


দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: পিসির ভাইপো প্রভু হনুমানের মতো (Abhisek Banerjee Is Like Lord Hanuman) হনুমান যেমন লঙ্কা ছারখার করে দিয়েছিল,তেমনই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্রাজ্য ( He Will Fire Mamata Empire) পুড়িয়ে ছারখার করে দেবে। ঠিক এই ভাষাতেই অভিযেককে আক্রমণ শানালেন বিজেপি নেতা সজল ঘোষ (BJP Leader Sajal Ghosh)। পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে জনসংযোগ যাত্রা শেষ করার পর এমন আক্রমণ ধেয়ে এল বিজেপি নেতার কাছ থাকে। এই মুহূর্তে বাংলা জুড়ে সাড়ে তিন হাজার মাইল জনসংযোগ যাত্রা শুরু করেছেন অভিষেক। দু মাস ধরে চলবে এই জনসংযোগ যাত্রা। জনসংযোগ যাত্রায় বাংলার মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য এই যাত্রার উদ্যোগ নিয়েছেন কংগ্রেস সাংসদ।

 অভিষেককে আক্রমণ শানিয়ে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, অভিষেকের ভূমিকা হচ্ছে হনুমানের মতো। হনুমান তার লেজের আগুন লাগিয়ে দিয়ে লঙ্কা পুড়িয়ে ছারখার করে দিয়েছিল। অভিষেক সেইরকমই মমতার সাম্রাজ্য পুড়িয়ে ছারখার করে দেবে। আগুন নেভাতে হনুমান তার মুখে লেজ লাগিয়ে নিজের মুখ পুড়িয়ে ফেলেছিল, তেমনই অভিষেকের মুখও কয়েকদিন পরে পুড়ে যাবে। উত্তর চব্বিশ পরগনায় এক জনসভায় বিজেপি নেতা বলেন, ভাইপো ভোটে জেতার জন্য সমস্ত জেলায় ঘুরে বেড়াচ্ছে। মঞ্চটা ঠিক বাজি রাও মাস্তানির সেটের মতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে বেড়াচ্ছেন তিনি একজন পাহারাদার। কিন্তু যেখানে যেখানে যাচ্ছেন সেখানে সেখানেই দলের ব্যালট বাক্স লুট হচ্ছে। পঞ্চায়েত ভোটের আগে এটা একটা ট্রায়াল কান। যিনি নিজের ব্যালটই ঠিক রাখতে না পারে, তিনি কী করে পাহারাদার হবেন? তারপর রাজ্য চালাবেন কীভাবে ?  

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!