One Each To One Formula By Mamata: লোকসভা ভোটে বিজেপিকে হারাতে ওয়ান ইচ টু ওয়ান ফর্মুলা মমতার

 


দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: দুয়ারে কড়া নাড়ছে লোকসভা ভোট (Lok sabha Election)। তার আগে বিজেপিকে হারাতে কোমর বেঁধে নেমে পড়েছে বিরোধীরা (Oppositions Are Ready)। যদিও ভোট সমীক্ষকরা কাজ অতীব কঠিন বলে রায় দিয়েছেন। তবু তাতে না দমে জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে আপ, কংগ্রেস, বিআরএস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস। দল আলাদা হলেও একটা লক্ষ্য বিজেপিকে পর্যুদস্ত করা। রাজনৈতিক অবস্থান ভিন্ন ভিন্ন হলেও বিজেপি বিরোধিতায় সবাই কিন্তু মোটামুটি এক কাট্টা হতে শুরু করেছে। আর ২০২৪ সালের লোকসভা ভোটের আগে কর্ণাটকের বিধানসভা ভোটের দিকে সবার নজর। সে রাজ্যের বিধানসভা ভোটের ফল আগাম কিছু ইঙ্গিত দিতে পারে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে আগামী লোকসভা ভোটে বিজেপিকে হারাতে একের বদলে এক (One Each To One Formula By Mamata) ফর্মুলার কথা জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধী দলগুলিকে গেরুয়া শিবিরের বিরুদ্ধে লড়াই করার ব্যাপারে তাঁর এটাই ফর্মুলা। তাঁর সেই ফর্মুলামতো প্রতিটি বিরোধী দল তাদের নিজের জায়গায় বিজেপিকে হারাতে লড়াই করবে। 

শুক্রবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল নেত্রী তথা এ রাজ্যের মুখ্যমন্ত্রীর বার্তা, বিজেপিকে হারাতে সমস্ত বিরোধী দলগুলিকে এককাট্টা হয়ে একের বিরুদ্ধে এক নীতির ভিত্তিতে ভোটে লড়াই করুক। যে জায়গায় তারা শক্তিশালী,সেখানে তারা এককভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করুক। এ নিয়ে তাঁদের কোনও সমস্যা নেই। সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে। বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এ কারণে বিজেপি একটি ভোটও পাবে না। তৃণমূল নেত্রীর অভিযোগ, কেন্দ্রের শাসকদল বিস্ফোরণ ঘটানোর কথা বলে ইডি,সিবিআইকে পাঠাচ্ছে। যদি অফিসাররা বলেন কোনও মামলা নেই,তখন কোনও দলকে কালিমালিপ্ত করতে ধামাকা করার নির্দেশ দেওয়া হচ্ছে। মমতার দাবি এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে কোনও লাভ নেই। এজেন্সিগুলো থেকে কোনও ভোট তারা পাবে না। তৃণমূল নেত্রীর পাল্টা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন তাঁরা জানেন সবসময়ই বিজেপির বিরুদ্ধে সবাই লড়াই করছেন। লোকসভা ভোটে লড়াই করার জন্য তাঁরা তৈরি আছেন। তবে কংগ্রেস ও সিপিএমকে আগে ঠিক করতে হবে, লড়াইয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেবে কিনা। কেন্দ্রীয় এজেন্সি নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রীর অভিযাগের জবাবে তিনি বলেন কেউ যদি চুরি করে, তাকে শাস্তি পেতে হবে। সংবিধানে সে কথাই লেখা রয়েছে।  

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!