Objectionable Remark By Bangladeshi Leader : হিন্দু ধর্মগ্রন্থ নীতিশিক্ষা দেয় না, ওগুলো পর্নগ্রাফির কাহিনি, বিস্ফোরক মন্তব্য বাংলাদেশের বিরোধী নেতার

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: হাসিনা সরকারের আশ্বাসকে (Shekh Hasina Government) বুড়ো আঙুল দেখিয়ে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নির্যাতন(Oppression On Hindus),মন্দির ও বিগ্রহে ভাঙচুরের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। প্রায়ই খবরের শিরোনামে দেখা যায় প্রতিবেশি রাষ্ট্রে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা। নাড়াইল থেকে বিভিন্ন অংশে মন্দিরে আগুন থেকে শুরু করে তাণ্ডবের ঘটনা ঘটেই চলেছে। যদিও হাসিনা সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা,সুরক্ষার আশ্বাস দিয়েছেন। তবুও তারপরেও সেদেশে পুরোদমে চলছে সংখ্যালঘু-নির্যাতনের ঘটনা। আর তার মধ্যেই এবার হিন্দুদের ধর্মের বই নিয়ে আপত্তিকর (Objectionable Remark By Bangladeshi Leader) মন্তব্য করে বড়সড় বিতর্কে জড়ালেন সেদেশের বিরোধী দলনেতা তারিক রহমান। হিন্দু ধর্মগ্রন্থের কাহিনিকে পর্নগ্রাফি (Pornography)বলে তুলনা করলেন বাংলাদেশের বিরোধী দল গণ অধিকার পরিষদের এই যুগ্ম আহ্বায়ক। তাঁর দাবি হিন্দু ধর্মগ্রন্থগুলি কোনও নীতি শিক্ষা দেয় না। ওগুলি পর্নগ্রাফির কাহিনি। গণ অধিকার পরিষদের এই যুগ্ম আহ্বায়ক তারিখ বিরোধী দলনেতা নুরুল হক নূরের ঘনিষ্ঠ বলে পরিচিত। নুরুল হক হাসিনার কড়া সমালোচক এবং আসন্ন সাধারণ নির্বাচনে তাঁর সরকারকে উৎখাত করার জন্য কোমর বেঁধে নেমেছেন। ফেসবুক লাইভে গণ পরিষদের যুগ্ম আহ্বায়ক হিন্দু ধর্মগ্রন্থের কাহিনির সঙ্গে পর্নগ্রাফির তুলনা করা পর বাংলাদেশে হিন্দুদের দুর্দশার ছবি আবার সামনে চলে এসেছে। তাঁর ফেসবুক লাইভে বক্তব্য পোস্ট হওয়ার পর সেটি ভাইরাল হয়ে যায়। বহু বাংলাদেশি সেটিকে ব্যাপকভাবে শেয়ার করেন। প্রসঙ্গত,২০২১ সালে এই গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয়। এই সংগঠন বাংলাদেশের জঙ্গিগোষ্ঠী জামাতে ইসলামির মদতপুষ্ট বলে জানা গিয়েছে। এই সংগঠনের অধিকাংশ সদস্যই তরুণ, অল্পবয়স্ক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!