Ban on Medicines : ফাইজারের চারটি জীবনদায়ী ওষুধ বিক্রি নিষেধ, কী কী দোষ খুঁজে পাওয়া গেল?

দি বেঙ্গলি নিউজরুম: ভারতে চারটি জীবনদায়ী অ্যান্টিবায়োটিক ওষুধ (Ban On Anti-Biotic Medicines) বিক্রি বন্ধের পাশাপাশি বাজার থেকে তুলে নিল আমেরিকার ম্যানহাটানের ওষুধ প্রস্তুতকারী সংস্থা ফাইজার । এগুলি হল ম্যাগনেক্স, ম্যাগনেক্স ফোর্ট, ম্যাগনামাইসিন ইঞ্জেকশন ও জোসিন। কনট্রাক্ট ম্যানুফ্যাকচারিং সাইট ওষুধ নির্মাতা সংস্থাকে জানিয়েছে তারা কিছু গরমিল খুঁজে পেয়েছে। কিছুদিন আগে অ্যাপোলো হসপিটালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ ড.সুধীর কুমার ফিজার সংস্থার একটি চিঠি তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। তাতে বলা হয়েছে স্থানীয় প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাল স্টেরিটেক প্রাইভেট লিমিটেড ওই অ্যান্টিবায়োটিকগুলি সাময়িকভাবে বিক্রি,বিতরণ ও সরবরাহ বন্ধ করার অনুরোধ জানিয়েছে। কারণ ওই অ্যান্টিবায়োটিকগুলি নিয়ে প্রস্তুতকারীর তদন্ত এখনও হয়নি। ফাইজার ভারতের চিকিৎসকদের জীবনদায়ী অ্যান্টিবায়োটিকগুলি, বিশেষ করে আইসিইউয়ে চিকিৎসাধীন রোগীদের ওপর প্রয়োগ না করার অনুরোধ জানিয়েছে। স্টকিস্ট, ডিস্ট্রিবিউটর ও হাসপাতালগুলিকে লেখা চিঠিতে পরবর্তী চিঠি না দেওয়া পর্যন্ত ওই অ্যান্টিবায়োটিকগুলি বিক্রি, বিতরণ ও তাঁদের কাছে থাকলে তা না ব্যবহার করা হয়। ফাইজার জানিয়েছে তারা প্রয়োজনমতো পরবর্তী পদক্ষেপ নেবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!