Syria, Lebanon Join War: ইজরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধে যোগ দিল সিরিয়া, লেবাননও

বেঙ্গলি নিউজরুম: ইজরায়েল-প্যালেস্তাইনের হামাসের সঙ্গে তুমুল যুদ্ধে  এবার জড়িয়ে পড়ল সিরিয়া আর লেবাননও। মঙ্গলবার সন্ধ্যেয় ইজরায়েলের সেনাবাহিনী ও সিরিয়ার সেনাবাহিনীর মধ্যে চলে গুলি বিনিময়। ইতিমধ্যে ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে দু পক্ষের কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর লড়াইয়ে ইজরায়েলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে হাজারেরও বেশি। গাজার প্রশাসনের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত ৭৬৫ জনের মৃত্যু হয়েছে। ইজরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তাদের পাল্টা প্রতিরোধে দেড় হাজারের কাছাকাছি হামাস জঙ্গির মৃত্যু হয়েছে। হামাস হুমকি দিয়েছে, ইজরায়েল সেনাবাহিনী গাজায় সতর্ক না করে একটি করে বোমা ফেললে একজন করে পণবন্দিকে তারা মেরে ফেলবে। হামাসের কব্জায় রয়েছে শিশু-সহ দেড়শোজন ইজরায়েল নাগরিক। গাজা পুরোপুরি অবরুদ্ধ করার পরই হামাস এই হুমকি দিয়েছে। গাজায় জল সরবরাহও বন্ধ করে দেওয়া হয়। গতকাল ইজরায়েলের সেনাবাহিনী জানিয়েছিল সিরিয়া তাদের দেশে বেশ কিছু রকেট ছুড়েছে। পাল্টা ইজরায়েলি সেনারা কামানের গোলা ও মর্টার ছুড়ে পাল্টা জবাব দেয়। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন হামাসের বিরুদ্ধে সেনা অভিযান করা হবে। নেতানিয়াহু জানিয়েছেন হামাসকে ধ্বংস করতে এটি দীর্ঘস্থায়ী যুদ্ধের শুরু। বদলে যাবে পশ্চিম এশিয়া। এই গণহত্যার সঙ্গে আইসিসের ব্যাপক হারে গণহত্যার
তুলনা করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।        


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!