Mob Snatched Dacoit: ঠিক যেন বলিউডের ক্রাইম থ্রিলার, মধ্যপ্রদেশে মাঝরাতে থানায় হামলা চালিয়ে কুখ্যাত ডাকাত ছিনতাই জনতার

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: রীতিমতো দুঃসাহসিক কাণ্ড! বলিউড সিনেমার কায়দায় মধ্যপ্রদেশে (Madhya Pradesh) লকআপে আটকে রাখা এক ডাকাত-সহ তিন অভিযুক্তকে (Mob Snatched Dacoit) ছিনিয়ে নিয়ে গেল ষাটজনের একটি দল। ঘটনাটি ঘটেছে ওই রাজ্যের বুরহানপুর জেলায়। ডাকাত ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে রাত তিনটে নাগাদ। ষাট জনের দলটি নেপানগর থানায় চড়াও হয়। থানায় ঢুকে কর্তব্যরত পুলিশকর্মীদের হামলা চালায়। ভাঙচুর করে পুলিশের জিপ। তারপর লকআপে আটক এক ডাকাত-সহ চারজনকে নিয়ে যায়। হেমা মেঘাওয়াল নামে লক আপে আটক ডাকাতের মাথার দাম প্রশাসন বত্রিশ হাজার টাকা ঘোষণা করেছে। দিন কয়েক আগে তাকে পুলিশ গ্রেফতার করেছিল।


 ডাকাত ছিনতাইয়ের খবর পাওয়ামাত্র থানায় ছুটে যান কালেক্টর-সহ পুলিশের পদস্থ কর্তারা। হামলার সময় থানায় চারজন পুলিশ ছিল। সেসময় ষাটজন মিলে থানায় হামলা চালায়। হামলাকারীদের ধরতে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ডাকাতির মামলায় লকআপে আটক হেমা মেঘাওয়াল ছাড়াও মগন প্যাটেল নামে কুখ্যাত দুষ্কৃতী-সহ আরেক যুবককে নিয়ে যায় হামলাকারীরা। এই ঘটনায় জখম পুলিশ কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাত ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কীভাবে থানায় ঢুকে এমন ঘটনা ঘটানো হল, তার হদিশ করতে পারছেন না অনেকে।    

 

 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!