Chhattisgarh CM Targets BJP for Love Jihad : বিজেপি নেতাদের মেয়েরা মুসলিম বিয়ে করলে সেটা কেন লাভ জেহাদ হয় না? বিজেপিকে আক্রমণ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: দেশজুড়ে লাভ জেহাদ বিতর্কের (Love Jihad) মধ্যেই বিজেপি নেতাদের মেয়েদের মুসলিম যুবকদের বিয়ে নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Chhattisgarh CM Targets BJP for Love Jihad)। মুখ্যমন্ত্রী বলেন বিজেপি প্রায়ই লাভ জেহাদ নিয়ে শোরগোল করে থাকে,অথচ গেরুয়া দলের নেতাদের মেয়েরা বিয়ে করলে সেটা লাভ”,অন্যরা বিয়ে করলে সেটা জেহাদ। গত সপ্তাহেই ছত্তিশগড়ের বেনেতারা জেলার বীরহানপুর গ্রামে সাম্প্রদায়িক সঙ্ঘর্ষের ঘটনা ঘটে। বিজেপি অভিযোগ করে গ্রামে ভিনধর্মে বিয়ের জন্য সাম্প্রদায়িক সঙ্ঘর্ষের ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যমের কাছে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন বিজেপি বিরহানপুরে সাম্প্রদায়িক হিংসার ঘটনার রাজনৈতিক সুবিধে নেওয়ার চেষ্টা করছে। সংঘর্য কেন হয়েছে, তা নিয়ে কোনও যাচাই না করেই তারা বনধ ডেকে দিল। 


মুখ্যমন্ত্রী বলেন দুটি শিশুর মধ্যে ঝামেলার জেরে একজনের মৃত্যু হয়েছে, যা খুবই দুঃখজনক। এটা মেনে নেওয়া যায় না। তবে বিজেপি এ থেকে রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা করছে। এরপরই লাভ জেহাদ নিয়ে বাঘেলা বলেন বিজেপি লাভ জেহাদ নিয়ে প্রায়ই কথা বলে থাকে। কিন্তু তাদের দলের প্রবীণ নেতাদের মেয়েরা যে মুসলিমদের বিয়ে করছে, সেটা কি লাভ জেহাদের মধ্যে পড়ে না। তাঁদের মেয়েদের বিয়েটা লাভ, আর অন্যদের মেয়েদের বেলায় বিয়েটা লাভ জেহাদ
? তাঁর প্রশ্ন, লাভ জেহাদ বন্ধ করতে বিজেপি কী করেছে। তারা শুধু রাজনৈতিক ফয়দা লোটারই চেষ্টা করেছে। তাদের জামাইদের মন্ত্রী ও সাংসদ করছেন এবং অন্যদের ক্ষেত্রে আরেকরকম বিচার করা হচ্ছে। গত আট তারিখে বিরহানপুর গ্রামে স্কুলছাত্রদের মধ্যে মারপিটের জেরে এক স্থানীয় ব্যক্তির মৃত্যু হয়। জখম হয় তিনজন পুলিশ। হিংসার তিনদিন পর দুজন মুসলিমকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের মাথায় আঘাতের চিহ্ন ছিল।  

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!