Home Theatre Music System Blast: বিয়েতে উপহার পাওয়া মিউজিক সিস্টেমে বিস্ফোরণে ছিন্নভিন্ন বর!

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: মর্মান্তিক! বিয়েতে উপহার হিসেবে পাওয়া হোম থিয়েটার মিউজিক সিস্টেম ( Home Theatre Music System Blast) বিস্ফোরণ ঘটে মৃত্যু হল বর এবং তাঁর দাদার (Marriage Celebration Turned Into Tragedy) । জখম চারজন। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কবিরধামে (Chhattishgarh)। ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের সীমান্তবর্তী এই এলাকা মাওবাদী অধ্যুষিত এলাকা রাজ্যের রাজধানী রায়পুর থেকে শ দুয়েক কিলোমিটার দূরে অবস্থা। এই মর্মান্তিক ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত পয়লা এপ্রিল বাইশ বছরের হেমেন্দ্র মেরাওয়াই নামে এক যুবকের বিয়ে হয়। বিয়েতে নানা উপহারের সঙ্গে ওই হোম থিয়েটার মিউজিক সিস্টেম উপহার পান হেমেন্দ্রের পরিবার। উপহার পাওয়ার পর মিউজিক সিস্টেম চালু করার সঙ্গেসঙ্গে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বরের। যদিও পুলিশ বিস্ফোরণের কারণ এখনও জানতে পারেনি। যে ঘরে হোম থিয়েটারটি রাখা হয়েছিল, বিস্ফোরণের ফলে ঘরের ছাদ ও দেওয়াল ভেঙে পড়ে।

পুলিশ জানিয়েছে সোমবার পরিবারের সদস্যরা বিয়েতে পাওয়া উপহারগুলি একটি ঘরে খুলে সাজিয়ে রাখছিল। হেমেন্দ্র বৈদ্যুতিক বোর্ডে সংযোগ দেওয়ার পর হোম থিয়েটার চালু করার সময়ই বিস্ফোরণ ঘটে হোম থিয়েটার মিউজিক সিস্টেমে। ঘটনাস্থলেই মৃত্যু হয় হেমেন্দ্রের। হেমেন্দ্রের দাদা রাজকুমার ও চার আত্মীয় গুরুতর জখম হয়। তাদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় রাজকুমারের। বাকিদের চিকিৎসা চলছে। খবর পাওয়ার পর সেখানে ফরেনসিক টিম নিয়ে পুলিশ সেখানে পৌঁছয়। পুলিশ জানিয়েছে বিস্ফোরণ হওয়া ঘরে তল্লাশি চালিয়ে সেখানে বেশ কিছু জিনিস পাওয়া যায়। তবে সেগুলি বিস্ফোরণ ঘটার কোনও আশঙ্কা ছিল না বলে তদন্তকারীরা জানিয়েছেন। তদন্তে পুলিশ জানতে পারে কেউ একজন ওই হোম থিয়েটারে বিস্ফোরক লাগিয়ে রেখেছিল। পরে তদন্ত করার সময় উপহারদাতাদের তালিকা খতিয়ে দেখে। জানা যায় ওই মিউজিক সিস্টেম কনের প্রাক্তন প্রেমিক বিয়েতে উপহার দিয়েছিল। সঞ্জু নামে ওই প্রাক্তন প্রেমিকের তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের জেরায় সে জানায় তার প্রাক্তন প্রেমিকা তাকে বিয়ে না করে অন্য কারোকে বিয়ে করায় প্রতিশোধ নিতে সেই এই ঘটনা ঘটিয়েছে।  

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!