Hate Speech By Amit Shah: কর্ণাটকে ভোটের প্রচারে উস্কানিমূলক ঘৃণাভাষণ দিয়েছেন অমিত শাহ, থানায় অভিযোগ দায়ের করল কংগ্রেস

 


দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: ভোটমুখি কর্ণাটকে (Hate Speech By Amit Shah) ঘৃণাভাষণ ও উস্কানিমূলক ভাষণ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মর্মে বেঙ্গালুরুর হাইকোর্টে থানায় অভিযোগ দায়ের করল কংগ্রেস (Congress Lodged Complaint)। অভিযোগ, ভাষণে শত্রুতা ও বিরোধীদলকে তিনি কলঙ্কিত করেছেন। বৃহস্পতিবার এই অভিযোগ দায়ের করেছেন কংগ্রেস নেতা রণদীপ সিং সূরযেওয়ালা, ড. পরমেশ্বর ও কর্ণাটকের কংগ্রেস প্রধান শিবকুমার। তাঁদের অভিযোগ ভোটমুখি কর্ণাটকে সাম্প্রতিক প্রচার সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এমন প্ররোচনামূলক মন্তব্য করেছেন। অভিযোগে কংগ্রেস প্রধান ডিকে শিবকুমার জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রচার সমাবেশে বলেছেন কংগ্রেস ক্ষমতায় এলে সাম্প্রদায়িক সঙ্ঘর্ষ শুরু হবে। শিবকুমার প্রশ্ন তোলেন, কীকরে একজন স্বরাষ্ট্রমন্ত্রী এমন কথা বলতে পারেন। অভিযোগপত্রে অমিত শাহ, বিজেপি নেতা ও বিজয়াওয়ার সংগঠক এবং অন্যান্য জায়গার সংগঠকদের নাম দেওয়া হয়েছে। কংগ্রেসের অভিযোগ, মিথ্যে অভিযোগ করে ভারতীয় কংগ্রেসকে কলঙ্কিত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যে অভিযোগগুলি ভিত্তিহীন।

 যার একমাত্র উদ্দেশ্য সমাবেশে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষের পরিবেশ তৈরি করা। যাঁরা অন্যান্য প্রচারমাধ্যমে ভাষণ শুনেছেন, তাদেরও তা প্রভাবিত করেছে। অভিযোগ পত্রে একটি ভিডিও লিঙ্কও দেওয় হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৫৩,৫০৫(২), ১৭১ জি,১২০বি ধারার কথা উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে। ভোটমুখি কর্ণাটকে পরপর নির্বাচনী সভা করে চলেছেন অমিত শাহ। আগামী ১০ মে কর্ণাটকে বিধানসভা ভোট।    

 

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!