Suvendu Alleged That Mamata Phoned Shah: জাতীয় দলের তকমা হারানোর পর শাহকে মমতার ফোন, শুভেন্দুর নয়া তত্ত্বে কিসের ইঙ্গিত?
দি বেঙ্গল নিউজরুম ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুহুর্মুহু কামান দেগে চলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একসময়ে দলনেত্রীর আস্থাভাজন এই মুহূর্তে তাঁর বিরোধিতায় প্রতি মুহূর্তে খড়গহস্ত। পান থেকে চুল খসলেই রে রে করে উঠছেন তিনি। তাঁর এই মারমুখি বিরোধিতায় প্রায়শই ন্যূনতম রাজনৈতিক সৌজন্যের লেশ থাকছে না। এবারও
সৌজন্যের পরোয়া না করে এবার তাঁর নতুন তত্ত্ব নিয়ে আক্রমণের ঝাঁঝ বাড়ালেন বিরোধী নেতা। তাঁর নতুন তত্ত্ব, জাতীয় দলের তকমা হারানোর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Suvendu Alleged That Mamata Phoned Shah)। যার পরেই একদা রাজনৈতিক সঙ্গীর বিরুদ্ধে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। বুধবার সাফ জানিয়েছেন যদি প্রমাণ হয় তিনি অমিত শাহকে ফোন করেছেন,তাহলে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে লাগাতার চাপের মধ্যেই তাঁর বিরুদ্ধে এবার অনেকটাই বেপরোয়াভাবে আক্রমণ শানিয়ে তৃণমূল নেত্রীকে বিব্রত করার নয়া ফিকিরের পেছনে বিজেপির জটিল অভিসন্ধির গন্ধ পেয়েছেন অনেকেই। বিশেষ করে একুশের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসকে নবান্ন ছাড়া করার কৌশল ব্যর্থ হওয়ার পর থেকেই শুভেন্দুকে সামনে রেখে গেরুয়া শিবির অতিসক্রিয় হয়ে উঠেছে।
সিবিআই,ইডির
পাশাপাশি শুভেন্দু অধিকারীর দল বিলো দ্য বেল্ট আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে
কোণঠাসা করার চেষ্টা শুরু করেছে। যার লক্ষ্য পঞ্চায়েত ভোটে গতবার নাস্তানুবাদ
হওয়ার পর যেন তেন প্রকারেণ তৃণমূল কংগ্রেস তথা মমতাকে পর্যুদস্ত করা। প্রসঙ্গত,
এমাসের শুরুতে জাতীয় নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের তকমা বাতিল করে
দেয়। আর তারপরই মমতা তথা ঘাসফুল শিবিরকে কোণঠাসা করার মোক্ষম অস্ত্র পেয়ে একেবারে
খাদের কিনারে নিয়ে যাওয়ার চেষ্টা চালাতে শুরু করেছে বিজেপি,এমনটাই মনে করছে
রাজনৈতিক মহল। আর এর পেছনে আগামী লোকসভা ভোটের আগে বিরোধী ঐক্য ভাঙার গেরুয়া
ব্লুপ্রিন্ট দেখতে পাচ্ছেন কেউ কেউ। মোদী-শাহের কট্টর বিরোধী অরবিন্দ
কেজরিওয়ালকে সিবিআইয়ের তলবের পেছনে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির একই ঘটনা খুঁজে
পাওয়া যাচ্ছে বলেও ধারণা রাজনৈতিক মহলের। কারণ মুখে যাই বলুক, আগামী লোকসভা ভোট
বিজেপির কাছে খুব একটা সহজ হবে না বলে তারা সিবিআই,ইডি দিয়ে একটার পর একটা গুটি
সাজাতে শুরু করেছে। আর তাতে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে
রাখতে ভাইপোকে সিবিআই-তলব করে মনস্তাত্ত্বিক চাপ তৈরির চালাচ্ছে গেরুয়া শিবির,
ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন