Gangster And Brother killed In UP : যোগীরাজ্যে ভুয়ো টিভি সাংবাদিক সেজে গ্যাংস্টার আতিক ও ভাইকে পরপর গুলি, হামলাকারীদের মুখে জয় শ্রীরাম স্লোগান!
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: টিভির বুমে কোনও চ্যানেলের স্টিকার ছিল না। গ্যাংস্টার-রাজনীতিক আতিক আহমেদ ও ভাই আশরফ আহমেদকে (Gangster And Brother killed In UP) পুলিশি পাহারায় নিয়ে যাওয়ার সময় বাইক আরোহী তিনজন তাঁদের দিকে এগোতেই মাটিতে পড়ে গিয়েছিল তাদের ক্যামেরা। তাতে ভ্রুক্ষেপ না করে আতিক ও আশরফের সামনে এসে বৃষ্টির মতো মুহূর্মুহু গুলি। গুলি করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। যারা গুলি চালিয়েছিল ভিডিওয় তাদের “জয় শ্রীরাম স্লোগান” (Jay Sriram Slogan) দিতে শোনা যায়। আর তারপরই উত্তরপ্রদেশের রাজনীতি জুড়ে তোলপাড় শুরু হয়েছে। সমাজবাদী পার্টি-সহ বিরোধীরা খুনিদের মুখে জয় শ্রীরাম স্লোগান নিয়ে শাসকদলকে কাঠগড়ায় তুলতে শুরু করেছে। পাশাপাশি কীভাবে পুলিশি পাহারায় প্রকাশ্যে খুন হলেন দুজন, তা নিয়ে শুরু হয়েছে প্রশ্নের পর প্রশ্ন। যোগী রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা যে তলানিতে তা নিয়ে সোচ্চার হয়েছে বিরোধীরা। গুলি করার সময় হামলাকারীদের জয় শ্রীরাম স্লোগান নিয়েও রীতিমতো অস্বস্তিতে গেরুয়া শিবির।
২০০৫
সালে বিএসপি বিধায়ক রাজু পাল খুন ও এ বছরের ফেব্রুয়ারি মাসে উমেশ পাল খুনে
অভিযুক্ত হন গ্যাংস্টার-রাজনীতিক আতিক আহমেদ। গত তেরো তারিখে ঝাঁসিতে পুলিশের
সঙ্গে এনকাউন্টারে নিহত হয় উমেশ পাল খুনে অভিযুক্ত আতিকের ছেলে আসাদ ও গোলাম।
দুজনের মাথার দাম পাঁচ লাখ টাকা ধার্য করেছিল উত্তরপ্রদেশের পুলিশ। এসটিএফ
জানিয়েছিল ঘটনাস্থল থেকে অত্যাধুনিক অস্ত্র পাওয়া গিয়েছে। তবে কী কারণে আতিক ও
আশরফ খুন করা হল, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। তবে খুনের সময় হামলাকারীদের
মুখে জয় শ্রীরাম স্লোগান নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে উত্তরপ্রদেশের
রাজনৈতিক মহলে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন